প্রথমে আপনি যান : ১:- Start Menu - All Programs - Accessories - Notepad নোটপ্যাডে ছোট্ট একটি কোড ব্যাবহার করে আপনি আপনার কম্পিউটারের Loc...

কোন প্রকার সফটওয়ার ছারাই পরিবর্তন করুন আপনার ফোল্ডার এর অথবা পেন ড্রাইভ এর Background

11:06:00 AM Mainuddin 1 Comments







প্রথমে আপনি যান :

১:- Start Menu - All Programs - Accessories - Notepad

নোটপ্যাডে ছোট্ট একটি কোড ব্যাবহার করে আপনি আপনার কম্পিউটারের Local Disk এর Background ও ফোল্ডারের Text এর কালার পরিবর্তন করতে পারেন


২. নোটপ্যাড ওপেন করুন।
৩. এখানে দেয়া কোড গুলো সম্পূর্ন কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=background.jpg
IconArea_Text=0xFFFFFF


(এখানে শেষের 0xFFFFFF আংশ টুকু নিজের পছন্দ মত বেছে নিন আর্থাৎ
0xCC0099 = Violet ,0x9900FF = pink ,0x000000 = black , 0xFF3300 = blue , 0x33CC00 = green , ] রং নিয়ে আরও গবেষনা করতে পারেন )


৪. এবার File টি Desktop.ini নামে save as করুন।save as type এ all file দেখিয়ে দিন ।
৫. আপনি যে Local Disk বা পেনড্রাইবের Background ও ফোল্ডারের Text কালার পরিবর্তন করতে চান তা ওপন করুন।
৬. সেখানে একটি New Folder নিন এবং তা Background নামে rename করুন ।
৭. এবার Background যে ছবি টা রাখতে চান সেটিও Background নামে রিনেইম করুন ।
৮. Desktop.ini নোটপ্যাড file টি Background নামের ছবিটি এবং Background নামের ফাইল টি Local Disk বা পেনড্রাইব উপর কপি- পেস্ট করুন ।
৯. Desktop.ini নোটপ্যাড file ,Folder , ছবি প্রত্যকেটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে Read only , Hidden মার্ক করে ok করুন ।

১০. রিফ্রেশ করুন অথবা উইন্ডোটি বন্ধ করে চালু করুন ..

বি দ্র: ছবিটির সাইজ আপনার মনিটরের স্কিন রেজুলেশনের সাথে মিলিয়ে নিলে দেখতে ভালো দেখাবে । 

কোন সমস্যসা হলে মন্তব্য এর ঘরে লেখবেন 

এই লেখাটি এর আগে এই খানে প্রকাশিত হয়েছে

1 comment:

  1. bhai,amarta windows7. hocche na, ki kori??

    ReplyDelete