ফটোসপ দিয়ে শরীরে ট্যাটু লাগান ইচ্ছেমত!
নিচের ছবিগুলো ভাল করে দেখুন। শরীরে ট্যাটু লাগানো। অনেকেই এই ট্যাটুগুলো লাগান শরীরে। কি জন্য জানি না। আপনার শরীরে ট্যাটুর দরকার হলে। কিছুই লাগবে না। এই পোষ্টটি পড়ার পর সহজেই শরীরে ট্যাটু সংযোজন করতে পারবেন। হ্যা মশাই আমি ফটোসপের কথাই বলছি। ফটোসপ দিয়ে আপনি সহজেই শরীরে ট্যাটু সংযোজন করতে পারেন।






প্রথমে আপনার একটি খালি গায়ে ছবি তুলুন। তারপর সেটিকে কম্পিউটারে নিয়ে ফটোসপে ওপেন করুন। তারপর এখান থেকে ট্যাটুর ব্রাশটি ডাউনলোড করে আপনার ছবিতে ইচ্ছেমত ট্যাটু বসান।আরও কিছু ট্যাটু ব্রাশ পাবেন এখানে এবং এখানে
ছবি

প্রথমে আপনার একটি খালি গায়ে ছবি তুলুন। তারপর সেটিকে কম্পিউটারে নিয়ে ফটোসপে ওপেন করুন। তারপর এখান থেকে ট্যাটুর ব্রাশটি ডাউনলোড করে আপনার ছবিতে ইচ্ছেমত ট্যাটু বসান।আরও কিছু ট্যাটু ব্রাশ পাবেন এখানে এবং এখানে
ছবি
ReplyDeleteধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য। আমি অনেক দিন ধরে এই রকমের একটি পোষ্ট খুঁজছিলাম। আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস। এর আগেও একটা টিপস্ পেয়েছিলাম। এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে> http://muktomoncho.com/archives/1734