আজ আমি আপনাদের কে অটোরান,পেনড্রাইভ,ফোল্ডার সহ আরও অন্যান্য ভাইরাস্‌ এর জন্য কিছু সমাধান দেব।প্রথমে জেনে নেওয়া যাক আপনি কি ভাবে বুঝবেন যে আ...

পেনড্রাইভ ভাইরাস এবং অটোরান ভাইরাস থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ সমাধান

1:05:00 PM Mainuddin 0 Comments

আজ আমি আপনাদের কে অটোরান,পেনড্রাইভ,ফোল্ডার সহ আরও অন্যান্য ভাইরাস্‌ এর জন্য কিছু সমাধান দেব।প্রথমে জেনে নেওয়া যাক আপনি কি ভাবে বুঝবেন যে আপনার পিসি তে ঐ ভাইরাস্‌ দ্বারা আক্রান্ত হয়েছে।অর্থাৎ এই ধরনের ভাইরাস্‌ এর লক্ষন গুলো জেনে নেওয়া যাক।

লক্ষান সমুহঃ

১। আমরা সবাই জানি যে Ctrl+Alt+Delete কী এক সাথে চাপলে টাস্কম্যানেজার প্রোগ্রামটি ওপেন্‌ হয়।কিন্তু ভাইরাস্‌ লাগলে তা ঠিক মত ওপেন্‌ হবে না।
২। কম্পিউটার এর উইন্ডোজ ফোল্ডার এ Registry Editor বলে একটা প্রোগ্রাম থাকে।ভাইরাস্‌ লাগলে ঐ প্রোগ্রামটি ওপেন্‌ হবে না।
৩। কমান্ড প্রমট বলে একটা প্রোগ্রাম আছে যেটা আমরা অনেকেই ইউজ্‌ করি।কিন্তু ভাইরাস্‌ লাগলে তা ওপেন্‌ হবে না।
৪। আমরা রান প্রোগ্রামটি দিয়েও অনেক কমান্ড দিয়ে থাকি। ভাইরাস্‌ লাগলে এটা তেও কাজ করবে না।
৫। আমরা জানি যে My computer ওপেন্‌ করলে উপরের মেনুতে Tools বলে একটা অপশন থাকে যার মধ্যে Folder Option বলে একটি আইটেম থাকে।ভাইরাস্‌ লাগলে এটা দেখা যাবে না।
৬। আবার ফোল্ডার অপশন থাকবে কিন্তু হিডেন ফাইল ওপেন্‌ হচ্ছে না।এই রকম ও হতে পারে।
৭। আবার দেখা যায় যে My Computer এ কোন ড্রিভ এর উপর ডাবল ক্লিক করলে তা আলাদা একটি উইন্ডো তে ওপেন্‌ হচ্ছে।বা অনেক সময় কোন ফোল্ডার ওপেন্‌ হয় না।






সমাধানঃ


হ্যাঁ এখন উপরের সব গুলো লক্ষনেরই সমাধান আছে।আমি আপনাদের কে সেই রকম দুইটি ফ্রী সফটওয়্যার এর লিংক দেব।এর জায়গা খুব বেশি হবে না তাই এখনই ডাউনলোড করে নিন ফ্রী সফটওয়্যার দুইটি।

 দুটি সফটওয়্যার ডাউনলোড করুন নিচে  লিংক দেওয়া হল:

 Smart Virus Remover

                           

Autorun Eater


এখন জেনে নেওয়া যাক ঐ দুটো সফটওয়্যার এর কাজ

Smart Virus Remover:






Tech.Linkinworld.com 

প্রথম সফটওয়্যার টা সেট-আপ দেওয়ার পর আপনার ডেক্সটপ এর টাস্কবারের সিস্টেম ট্রে তে দেখতে পাবেন নতুন একটি আইকন দেখা যাচ্ছে। ওটা তে ক্লিক করলেই একটি মেনু ওপেন্‌ হবে সেখান থেকেই আপনি Launch Smart Virus Remover এ ক্লিক করলেই Restore Windows Default Settings এর অধিনে বিস্তারিত দেখতে পাবেন।(উপরের চিত্র অনুযায়ী)

Autorun Eater:

Tech.Linkinworld.com 

সফটওয়্যার টি আপনি সেট-আপ দেওয়ার পর ঐ একই জায়গায় আর একটি নতুন আইকন দেখতে পাবেন।ওটা সব সময় অ্যাক্‌টিভ্‌ থাকবে এতে করে আপনার কম্পিউটার এ আর কখনো ঐ ভাইরাস্‌ ঢোকার সাহস পাবে না।আর এরই মাধ্যমে আপনি ঐ ভাইরাস্‌ গুলো কে চিরবিদায় জানাতে পারেন।

 এত কিছুর পরও যদি কোন সমস্যা হয় তা হলে আমাকে অবশ্যই জানাবেন
যাই হোক আসা করি আমার এই পোস্ট টি আপনাদের কাজে আসবে।যদি কারোও ভালো লাগে এবং কেউ উপকৃত হন তা হলে অবশ্যই আমাকে মন্তব্য এর ঘরে মন্তব্য করে জানাবেন।

সবাই ভাল থাকবেন এই শুভ কামনায়

 






0 comments: