মোবাইল ফোন গ্রাহক বিশেষ করে জিএসএম পদ্ধতির আওতায় যারা, তাদের জন্য একটি দুঃসংবাদ শুনিয়েছেন বিশেষজ্ঞরা৷ বলছেন, স্বল্প খরচে একটি মাত্র টাওয়ার ...

হ্যাকিংয়ের ঝুঁকিতে জিএসএম নেটওয়ার্ক!!!

6:14:00 PM Mainuddin 0 Comments

নকল টাওয়ার  বসিয়ে মোবাইল ফোনে হ্যাকিং সম্ভব

মোবাইল ফোন গ্রাহক বিশেষ করে জিএসএম পদ্ধতির আওতায় যারা, তাদের জন্য একটি দুঃসংবাদ শুনিয়েছেন বিশেষজ্ঞরা৷ বলছেন, স্বল্প খরচে একটি মাত্র টাওয়ার বসিয়ে হ্যাকাররা ঢুকে যেতে পারে এই নেটওয়ার্কে, শুনতে পারে যে কোনো ব্যক্তির কথা৷


আর নিরাপত্তা ব্যবস্থার এই গলদ নিয়ে কোনো ভাবনাই নেই অপারেটরদের৷ হ্যাকারদের সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

বহু মানুষই  বর্তমানে ব্যবহার করছেন জিএসএম নেটওয়ার্ক 
বহু মানুষই বর্তমানে ব্যবহার করছেন জিএসএম নেটওয়ার্ক

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জিএসএম প্রযুক্তি অনেক পুরনো হয়ে গেছে৷ মোবাইল ফোনের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টস জেনাকিস  বলেন, ‘‘আধুনিকায়ন না করেই পুরনো প্রযুক্তি ধরে চলছে জিএসএম অপারেটররা৷ ফলে তারা ঝুঁকির মধ্যে পড়েছে৷'' তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা কাটানো সম্ভব বলে মনে করেন জেনাকিস৷
বিস্তারিত খবর দেখুন...

0 comments: