আপনার উইন্ডোজ কম্পিউটারের স্টার্ট মেনুকে আরও গতিময় করে তুলুন!!! (কোন প্রকার সফটওয়্যার ছারা)
আমাদের কম্পিউটারের Windows-XP, Windows-Vista ও Windows7 এর Start মেনুতে কোন ফাইল খুজতে গিয়ে অনেকটা বিরক্তির শিকার হতে হয়, কেননা ফোল্ডার বা ফাইলগুলো খুব ধিরে ধিরে ওপেন হয়। এ ছোট্ট একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আমার আজকের এই পোষ্ট।যদিও এটা অনেকের জানা থাকতে পারে, তবুও যারা জানেন না তাদের জন্য এই লেখাটা কাজে আসবে বলে আসা করি।প্রথমে Start মেনু থেকে Run -এ ক্লিক করুন regedit লিখে OK দিন
এখন HKEY_CURRENT_USER > Control Panel > Desktop-এ গেলে ডান পাশে MenuShowDelay নামে একটি ভ্যালু পাবেন এখন MenuShowDelay-তে ডাবল ক্লিক করুন
MenuShowDelay-তে ডাবল ক্লিক করে Value data-এর ঘরে 0 বসিয়ে OK দিন এবং উইন্ডো থেকে বেরিয়ে আসুন।
কাজ শেষ, এখন কম্পিউটার রিস্টার্ট দিন না দিলে আসল পরিবর্তনটা বুঝতে পারবেন না। তাই কম্পিউটারটি রিস্টার্ট করুন এবং Start মেনুতে গিয়ে দেখুন কি গতি!!!
আসা করি পোষ্টটি আপনাদের ভাল লেগেছে.....
লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভাল থাকুন সবসময়...
ধন্যবাদ আপনাকে আমার কজে আসবে
ReplyDelete