* আব্রাহাম লিংকন একমাত্র প্রেসিডেন্ট, যার নামে কোনো প্যাটেন্ট (আবিষ্কারের জন্য অফিসিয়াল নিবন্ধন) আছে। লিংকন জাহাজ টেনে তোলার একটি হাইড্রোলিক...

পৃথিবীতে একমাত্র!!!

12:40:00 PM Mainuddin 1 Comments

* আব্রাহাম লিংকন একমাত্র প্রেসিডেন্ট, যার নামে কোনো প্যাটেন্ট (আবিষ্কারের জন্য অফিসিয়াল নিবন্ধন) আছে। লিংকন জাহাজ টেনে তোলার একটি হাইড্রোলিক যন্ত্র আবিষ্কার করে এই প্যাটেন্ট লাভ করেন।

* ১৭৩০ সালের আগ পর্যন্ত ভারত ছিল হীরা প্রাপ্তির একমাত্র উৎস।

* অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ, যেখানে কোনো সাপ বা সরীসৃপ নেই।

* ফ্রাংকলিন রুজভেল্ট একমাত্র প্রেসিডেন্ট যিনি চারবার নির্বাচিত হয়েছেন।

* জিরাফই একমাত্র প্রাণী, যার জন্মের সময়ই শিং থাকে।


* গ্রোভার ক্লিভল্যান্ড একমাত্র প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসেই বিয়ে করেছিলেন।

* হাওয়াই যুক্তরাষ্ট্রের একমাত্র রাজ্য, যেখানে কফি জন্মে।

* জেমস বুকানন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি বিয়ে করেননি।

* ভারত বিশ্বের একমাত্র দেশ যারা কিনা খালি পায়ে খেলতে না দেয়ায় বিশ্বকাপ ফুটবল বর্জন করে।

* লিবরা বা তুলা হচ্ছে রাশিগুলোর একমাত্র প্রতীক, যা জড় পদার্থ।

* লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া একমাত্র রাজধানী, যেটির নামকরণ কোনো মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো এর নামে হয়েছে।

* মানুষ বাদে ব্লাড হাউন্ড একমাত্র প্রাণী, মার্কিন কোর্টে যার সাক্ষ্য গ্রহণযোগ্য।

* পেঙ্গুইন একমাত্র পাখি, যেটি সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না। এ ছাড়া এটি একমাত্র পাখি, যেটি ঋজু ভঙ্গিতে হাঁটে।

* চার (Four) একমাত্র সংখ্যা, ইংরেজিতে যা লিখতে একই সংখ্যক অক্ষর লাগে।

1 comment: