প্রাণের উপযোগী নতুন গ্রহ আবিষ্কার!!!
প্রাণের উপযোগী আবহাওয়া থাকতে পারে, সৌর জগতের বাইরে এমন একটি গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিদরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজ ও কার্নিজি ইনস্টিটিউশন অব ওয়াশিংটনের একদল জ্যোতির্বিদ 'গি্লজ ৫৮১' নামের নতুন এ গ্রহটির খোঁজ পান। তারা বলেছেন, গ্রহটি খুব গরম নয় এবং খুব ঠাণ্ডাও নয়। গ্রহটির তাপমাত্রা প্রাণের অস্তিত্বের জন্য পুরোপুরিই অনুকূল। খবর রয়টার্সের।গ্রহটির কক্ষপথ ক্ষুদ্র লাল তারকা খচিত এবং তার ভর প্রথিবীর ভরের তিনগুণ বলেও জানান জ্যোতির্বিদরা। ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশন ফর রিসার্চ অ্যাস্ট্রোনমি'র হাওয়াইয়ে পরিচালিত কেক টেলিস্কোপে তারা এ গ্রহের সন্ধান পেয়েছেন। গ্রহটি আবিষ্কারে বিজ্ঞানীরা ১১ বছর ধরে কেক টেলিস্কোপে অনুসন্ধান চালিয়েছেন।
সান্তা ক্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন ভোগট বুধবার এক বিবৃতিতে বলেন, প্রাণের অস্তিত্ব থাকার উপযোগী অঞ্চলের দুই পাশেই গ্রহ রয়েছে। সেগুলোর কোনোটি অত্যধিক উষ্ণ, আর কোনোটি বা শীতল। কিন্তু এখন আমাদের এ দুটোর মাঝামাঝি তাপমাত্রার একটি গ্রহ রয়েছে। তিনি বলেন, আমরা এতো দ্রুত পৃথিবীর কাছাকাছি গ্রহটির সন্ধান পেয়েছি যে তা এ ধরনের আরো গ্রহ আবিষ্কারের ব্যাপারে আমাদের আশাবাদী করে তুলেছে। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিতব্য প্রবন্ধ অনুযায়ী, নতুন এ গ্রহটি পৃথিবী থেকে মাত্র ২০ আলোক বর্ষ দূরে। ভোগট আরো বলেন, আমাদের পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী গ্রহটি প্রাণিকূলের বসবাসের একেবারেই উপযোগী।
গ্রহটি আবিষ্কারে বিজ্ঞানীরা আলোকরশ্মির গতির অপ্রত্যক্ষ পদ্ধতির (ইনডাইরেক্ট মেথড রেডিয়াল ভেলোসিটি) প্রয়োগ করেন।
Tnx
ReplyDeleteখারাপ খবর তবে শেয়ার করার জন্য ধন্যবাদ
ReplyDeleteজেনে রাখা ভাল।
ReplyDelete