উইন্ডোজ সেভেন কে আরও দ্রুত গতির করুন
আমারা কম বেশী সাবাই উইন্ডোজ সেভেন এর সাথে পরিচিত। নিচে কিছু টিপস দেওয়া হল অনুকরণ করলে আপনার উইন্ডোজ সেভেন আরও শক্তিশালী হয়ে যাবে বলে আসা করি।
প্রথমে
১. Computer এর গিয়ে Propertics এ ডান তারপর বামে চার নম্বর অপশন Advanced System Setting যান।
২. এখানে নিচের মত উইন্ডো আসবে এখানে Perfomance এর Settings.. ক্লিক করুন।

৩. নিচের মত সেটিং করুন এবং OK চাপুন।

৪. এবার Control Panel>Folder Options>View যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

এবার একবার রিস্টার্ট দিন দেখুন কম্পিউটারের গতি অনেক বেড়ে গেছে। তবে তাতেও যদি পছন্দ মত কাজ না করে। তবে আরও কিছু সেটিং করতে হবে।
৫. এজন্য Run অপশনে msconfig টাইপ করুন। Startup যান। আর অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন।

৬. পারলে উইন্ডোজ এর ওয়েলকাম টিউন বন্ধ করে দিন। তার জন্য Desktop>Personalization> sounds গিয়ে No sounds করে দিন।

আশার করি আপনার উইন্ডোজ এর গতির সমস্যা কিছুটা হলেও লাঘব হয়েছে।
আসা করি পোষ্টটি আপনাদের ভাললেগেছে
প্রথমে
১. Computer এর গিয়ে Propertics এ ডান তারপর বামে চার নম্বর অপশন Advanced System Setting যান।
২. এখানে নিচের মত উইন্ডো আসবে এখানে Perfomance এর Settings.. ক্লিক করুন।

৩. নিচের মত সেটিং করুন এবং OK চাপুন।

৪. এবার Control Panel>Folder Options>View যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

এবার একবার রিস্টার্ট দিন দেখুন কম্পিউটারের গতি অনেক বেড়ে গেছে। তবে তাতেও যদি পছন্দ মত কাজ না করে। তবে আরও কিছু সেটিং করতে হবে।
৫. এজন্য Run অপশনে msconfig টাইপ করুন। Startup যান। আর অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন।

৬. পারলে উইন্ডোজ এর ওয়েলকাম টিউন বন্ধ করে দিন। তার জন্য Desktop>Personalization> sounds গিয়ে No sounds করে দিন।

আশার করি আপনার উইন্ডোজ এর গতির সমস্যা কিছুটা হলেও লাঘব হয়েছে।
আসা করি পোষ্টটি আপনাদের ভাললেগেছে
0 comments: