১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পুরোটা জুড়েই, মূলত এর শেষ লগ্নে এসে ১৪-১৫ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী আল ব...

১৪ ডিসেম্বর, ১৯৭১,দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনাদায়ক দিন।

2:31:00 AM Mainuddin 0 Comments

http://media.somewhereinblog.net/images/neelblog_1197350232_2-bangla2.jpg 
http://www.desherkhobor.net/admin/pinformation/images/1260760161_Shohid%20Buddhijibi%20Day%2014.12.09.jpg
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পুরোটা জুড়েই, মূলত এর শেষ লগ্নে এসে ১৪-১৫ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী আল বদর বাহিনী বাঙালি বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। এই সময় ঢাকা সহ সারা দেশে হাজার হাজার শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের অন্ধকারে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই আল বদর বাহিনীর কর্মীরা এসব বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করার কাজটি করে।বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। 

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা


তথ্য সূত্র ; উইকিমিডিয়া

0 comments: