সারা বিশ্বের ১৮৯টি দেশের ৪৭ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছিল স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। নকিয়া, সোনি এরিকসন, মোটোরোল...

আগামীর প্রযুক্তিতে মোবাইল

9:51:00 AM Mainuddin 0 Comments

সারা বিশ্বের ১৮৯টি দেশের ৪৭ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছিল স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। নকিয়া, সোনি এরিকসন, মোটোরোলা, অ্যালকাটেল, ভোডাফোন, টেলিনরের মতো বিখ্যাত মোবাইল পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেয় বিশ্ব মোবাইল মেলায়। গত ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়া মেলায় ১ হাজার ৩০০ মোবাইল প্রস্তুতকারক ও সফটওয়্যার কোম্পানি তাদের নতুন নতুন পণ্য প্রর্দশন করে



দাপট অ্যানড্রয়েডেরই : স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার এখন ভিডিও গেম। স্মার্টফোনে গেমিং প্রবণতা বাড়ায় তাই হ্যান্ডসেট এবং অপারেটিং সিস্টেম নির্মাতারাও মোবাইলে ভিডিও গেমিং ফিচার নিয়ে কাজ করছেন বেশি। এদিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে অ্যানড্রয়েড। সাম্প্রতিক সময়ে গেমিং ফিচার সমৃদ্ধ সব হ্যান্ডসেটেই গুগলের এ মোবাইল ফোন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। মেবাইল মেলায় অ্যানড্রয়েডভিত্তিক গেমিং হ্যান্ডসেটই প্রদর্শন হয়েছে বেশি। এগুলোর মধ্যে সনির এক্সপেরিং প্লেফোন এবং এলজির অপটিমাস প্যাড ট্যাবলেট দর্শনার্থীদের নজর কেড়েছে। মোবাইল ফোনভিত্তিক তথ্যপ্রযুক্তির সর্ববৃহৎ এ মেলার অ্যানড্রয়েড বুথে আর্কেড গেম ডেভেলপার বিশেষ একটি বিভাগও ছিল। মেলায় ডেভেলপাররা পরবর্তী প্রজন্মের ভিডিও গেমগুলোরই প্রদর্শন করেছেন। এক্স বক্স এবং পেল্গস্টেশনের মতো গেম কনসোলের গেমগুলোই মূলত এখন মোবাইল ফোনে যুক্ত করার প্রচেষ্টা চলছে বলে জানান ডেভেলপাররা।


প্রতিযোগিতায় ট্যাবলেট : মোবাইল প্রযুক্তির বিশ্বখ্যাত এ মেলায় মোবাইল ফোনে নতুনত্ব এসেছে যতটা তার থেকে বেশি এসেছে ট্যাবলেটে। দুটি নতুন অপারেটিং সিস্টেমের ট্যাবলেট দেখা গেছে, ওয়েবওএস এবং টাচপ্যাড। উইন্ডোজ ৭ ভিত্তিক ট্যাবলেট দেখা গেছে বেশকিছু। প্রায় সব বড় নির্মাতা তাদের ট্যাবলেট এনেছে। স্যামসাং ঘোষণা করেছে গ্যালাক্সি ট্যাব ১০.১। এইচটিসি প্রথমবারের মতো মেলায় এনেছে 'ফ্লাইয়ার'ট্যাবলেট। মোটোরোলা 'জুম' ট্যাবলেট প্রর্দশন করেছে। বল্গ্যাকবেরি এনেছে পেল্গবুক, তাদের নিজেদের তৈরি নতুন অপারেটিং সিস্টেমে। এইচপি এনেছে টাচপ্যাড নামে ৯.৭ ইঞ্চি ডিসপেল্গর ট্যাবলেট। এসার দেখিয়েছে দুটি ট্যাবলেট, একটি ৭ ইঞ্চি অপরটি ১০.১ ইঞ্চি পর্দার। নাম আইকনিয়া ট্যাব। ভিউসনিক ভিউপ্যাড নামের ৩টি ট্যাবলেট এনেছে ৭ থেকে ১০ ইঞ্চির মধ্যে। এইচটিসি এনেছে 'এইচটিসি ফ্লায়ার' নামে ৭ ইঞ্চি ট্যাবলেট পিসি। এর বিশেষ আকর্ষণ হলো, এতে টাচ এবং পেন ইনপুট সিস্টেম।


অন্যান্য আকর্ষণ :মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের অন্যতম আকর্ষণ ছিল মোবাইল ফোনে সৌরবিদ্যুৎ ব্যবহার। চার্জারের পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহার করেই মোবাইল ফোনটি চার্জ হয়। এছাড়াও সোস্যাল মোবাইল নামের একটি মোবাইল সবার বেশ নজর কেড়েছে। সেরা মোবাইল হ্যান্ডসেটের পুরস্কারটি জিতে নিয়েছে আইএনকিউর সোস্যাল মোবাইল। বিশ্বেরর্ প্রথম সোস্যাল মোবাইল হিসেবে আইএনকিউতে রয়েছে ফেসবুক, স্কাইপি, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহা এবং লাস্ট ডট এফ এম ওয়েবসাইট থেকে গান শোনার সুবিধা। মোবাইলে ইন্টারনেটের সুবিধা দিয়ে থাকছে সব কোম্পানি তবুও এবার অন্যসব কোম্পানিকে পেছনে ফেলে সেরা ইন্টারনেট সুবিধাদাতা হিসেবে পুরস্কার জিতেছে নকিয়ার স্পোর্টস ট্র্যাকার অ্যাপ্লিকেশনটি। তাইওয়ানের মোবাইল ফোন সেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচটিসি এনেছে বিশেষ ফেসবুক ফোন। সব মিলিয়ে মোবাইল পণ্যের এবারের বিশ্ব আসর সবার নজর কেড়েছে।

0 comments: