স্মার্টফোনের মাধ্যমে হৃদস্পন্দন তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের অ্যামবেডেড সিস্টেম অ্যান্ড টেলিকমিউনিকেশনস সার্কিট ল্যাবসে...

হার্টের সমস্যার তথ্য জানা যাবে স্মার্টফোন থেক!!!

9:39:00 PM Mainuddin 0 Comments

http://www.fitbuff.com/wp-content/uploads/2008/01/normal-resting-heart-rate.jpg 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVVrm9K-HsOc6cECThPy4sIXGN3B5Uy2ShWK5i6P2WMizNZ0MkPqkc9qmyE_X3QUW_ne9s0J3QzEK0KHVwi4bC8uBBAN1kIagwdIsbbCqc_S5VdtU5sfiyF-1QptlekzRm9DrVQvnnzXU/s1600/heart.jpg 
স্মার্টফোনের মাধ্যমে হৃদস্পন্দন তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের অ্যামবেডেড সিস্টেম অ্যান্ড টেলিকমিউনিকেশনস সার্কিট ল্যাবসের একদল গবেষক। তাঁদের মতে, শরীরের চামড়ার সঙ্গে ইলেকট্রড সেন্সর যুক্ত করে চিপ ও রেডিও মডিউল ক্লিপের সাহায্যে হৃদস্পন্দন নির্ণয় করা সম্ভব। আর সেই চিপ স্মার্টফোনে যুক্ত করেই পাওয়া যাবে একজন ব্যক্তির হৃদস্পন্দনের তথ্য।
গবেষকরা জানান, স্মার্টফোন শুধু হৃদস্পন্দনই নির্ণয় করবে না, হৃদস্পন্দনে কোনো সমস্যা থাকলে সে তথ্যও ডাক্তারদের জানাবে। ফলে ডাক্তাররা দ্রুত রোগীর চিকিৎসা দিতে পারবেন।
এ বিষয়ে গবেষকদলের প্রধান ডেভিড আতিয়েনজা জানান, হার্টের রোগীদের জন্য নতুন এ প্রযুক্তি সহায়ক হবে। অনেক সময় দ্রুত সময়ে রোগীর চিকিৎসা দেওয়াটা ডাক্তারদের জন্য কঠিন হয়ে পড়ে। আর তাই স্মার্টফোনের মাধ্যমে রোগীর হৃদস্পন্দন তথ্য তাৎক্ষণিক পর্যবেক্ষণ করে ডাক্তাররা চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবেন।
ডেভিড আতিয়েনজা দাবি করেন, নতুন এ প্রযুক্তির সাহায্যে নির্ভুল তথ্য পাওয়া সম্ভব। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা কয়েকজন হার্টের রোগীকে এ প্রযুক্তির আওতায় নিয়ে এলে তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছে। সহজে ব্যবহার উপযোগী এ প্রযুক্তির সুফলও পেয়েছে তারা।

সূত্র : সিএনএন


0 comments: