→মানুষের শরীরের ৬০ শতাংশ পানি যার পরিমাণ হবে ১০ গ্যালন। →মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক বানানো যবে। যে পরিম...

মানবদেহের বিস্ময়কর কিছু তথ্য!

11:35:00 AM Mainuddin 3 Comments

http://www.coolfacts.in/wp-content/uploads/2010/09/Human-body.jpg 
http://www.humanillnesses.com/images/hdc_0001_0001_0_img0010.jpg 

→মানুষের শরীরের ৬০ শতাংশ পানি যার পরিমাণ হবে ১০ গ্যালন।


→মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক বানানো যবে। যে পরিমাণ ফসফরাস আছে তা ২২০০টি ম্যাচ বানাতে সহায়তা করবে।


→প্রথম ২ বছরে একটি শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি. মি. এর সমান দূরত্ব অতিক্রম করে।


→জন্মের প্রথম ১২ মাসে একটি মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটার লালা নিঃসৃত হয়।


→মানুষের শরীরের ৯৯ শতাংশই অক্সিজেন,কার্বন,হাইড্রোজেন,নাইট্রোজেন,ক্যালসিয়াম আর ফসফরাস দিয়ে তৈরি।


→মানুষের শরীরের সম্মিলিত অস্থির ভর মোট শরীরের ভরের পাঁচ ভাগের এক ভাগ।


→মানুষের শরীরে যত রক্তবাহী নালী আছে সেগুলা জোড়া লাগালে ১০০,০০০ কিলোমিটার হবে যা দিয়ে পৃথিবীকে ২.৫বার প্যাচানো যাবে।


→সারা জীবনে আমরা ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করি।


→সারা জীবনে চোখের পাতা খুলি ও বন্ধ করি ৪১৫ মিলিয়ন বারের মতো।


→মাথার চুলের দৈর্ঘ্য যোগ করলে ৯৫০ কি.মি. এবং নাকের লোমের ক্ষেত্রে তা ২ মিটার।


→সারা জীবনে হাতের আঙ্গুলে বৃদ্ধিপ্রাপ্ত নখের মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার। খসে যাওয়া চামড়ার পরিমাণ ১৯ কেজি।


→মানুষের পাকস্থলীতে দিনে ২ লিটার পর্যন্ত হাইড্রোক্লোরিক এসিড তৈরি হয়,যা কিনা ধাতুকেও পর্যন্ত ক্ষয় করতে সক্ষম।কিন্তু পাকস্থলীর কোন ক্ষতি হয় না কারন এতে প্রতি মিনিটে ক্ষয়ের সমানতালে ৫০০,০০০টি করে নতুন কোষ উতপন্ন হচ্ছে।


→একজন পুরুষের শরীরে গড়ে ৫ লিটার রক্ত থাকে,নারীর শরীরে থাকে ৪.৩ লিটার।


→মানুষের চুল দিনে দৈর্ঘ্যে ০.৫ মিলিমিটার করে বাড়ে।


→হাতের নখ সপ্তাহে .০৫ সেন্টিমিটার করে বাড়ে।আর পায়ের নখ এর এক-চতুর্থাংশ গতিতে বাড়ে।


→আমাদের স্নায়ুতন্ত্রের ভেতর দিয়ে ঘন্টায় ২৯০ কিমি বেগে সংকেত আদান-প্রদান হয়।


→হাঁচির সময় নাক দিয়ে ১৬০ কিমি/ঘন্টা বেগে বাতাস বের হয়।


→মানুষের ত্বক থেকে প্রতি মিনিটে ৫০,০০০ মৃত মাইক্রোস্কপিক কণা ঝরে পড়ে।


→পুরুষের চেয়ে নারীর শরীরের একই অস্থি সাধারনত ৬-১৩% ছোট হয়ে থাকে।


→মানুষের রক্তে ২৫,০০০,০০০,০০০-৩০,০০০,০০০,০০০ টি লোহিত কণিকা থাকে যেগুলার গড় আয়ু ১২০ দিন।প্রতি মুহুর্তে শরীরে ১,২০০,০০০-২,০০০,০০০ টি লোহিত কণিকা তৈরি হয়।একজন মানুষের শরীরে তার জীবদ্দশায় যত লোহিত কণিকা তার মোট ভর প্রায় আধা টন।


→মানুষের শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০ টি পেন্সিল তৈরি করা যাবে।জমে থাকা চর্বি দিয়ে বানান যাবে ৭৫টি মোমবাতি।


→হৃদপিন্ড মিনিটে গড়ে ৭০ বার করে দিনে প্রায় ১০০,০০০ বারের বেশি সারাদিনে পাম্প হয়।প্রতিবারে ৫৯ সিসি রক্ত পাম্প হয় যার পরিমানটা দিনের হিসেবে ৭০০০ লিটার।


→মানুষ গড়ে মিনিটে ২০ বার শ্বাস নেয়,এতে ৬ লিটার বাতাস থাকে।এভাবে দিনে মোট ৮,৬৪০ লিটার বাতাস ২৮,৮০০ বার শ্বাসগ্রহণের মাধ্যমে নেয় মানুষ।


→বয়স ও পরিপার্শ্বে উপর নির্ভর করে মানুষের দিনে ৪০০ মিলিলিটার থেকে ২ লিটার পর্যন্ত প্রস্রাব হতে পারে।

তথ্য সূত্র : ইন্টারনেট 

3 comments:

  1. অনেক কিছু জানলাম...ধন্যবাদ আপনাকে...

    ReplyDelete
  2. আপনাকে অনেক অনেক ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য

    ReplyDelete