চুলের রং কি করে পরিবর্তর করকের আজ আমরা ফটোশপ এর মাধ্যমে আমরা শিখব। ১ম ধাপ আপনার ছবিটি ফটোশপে ওপেন করুন। ২য় ধাপ একটি নতুন Hue/Saturation La...

আপনার চুলের রং পরিবর্তন করুন ইচ্ছে মতো ফটোশপ দিয়ে!!

9:15:00 PM Mainuddin 0 Comments

চুলের রং কি করে পরিবর্তর করকের আজ আমরা ফটোশপ এর মাধ্যমে আমরা শিখব।
১ম ধাপ
আপনার ছবিটি ফটোশপে ওপেন করুন।

২য় ধাপ
একটি নতুন Hue/Saturation Layer ওপেন করুন।

৩য় ধাপ
saturation “-100”, Hue “-6″এবং lightness “+51” সেট করুন। সম্পূর্ণ ছবিটি এখন ধূসর।

৪থ ধাপ
এবার Soft Edge Brush Tool ব্যাবহার করে কালো রং দিয়ে চুলে রং করুন।

৫ম ধাপ
এখন Image>Adjustments>Invert(Ctrl+I)-ক্লিক করুন।

৬ ধাপ
দেখা যাচ্ছে চুলের রং ধুষর এবং ছবির বাকি অংশ আগের মতই আছে।

৭ম ধাপ
এই আইকনটিতে ডাবল ক্লিক করুন। Hue/Saturation নামে একটি উইন্ডো আসবে।

৮ম ধাপ
এখন Hue”-39″ saturation”72″ এবং lightness”7″ সেট করুন। অথবা আপনি নিজের পছন্দ মতও রং সেট করতে পারেন।

৯ম ধাপ
নতুন রং এর বাড়তি অংশ ছেঁটে ফেলতে চাইলে আমরা soft edge brush ব্যাবহার করতে পারি।

১০ম ধাপ
সবশেষে Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করে 2.5 pixel সেট করুন।.

শেষ ফলাফল

0 comments: