প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে গৃহস্থলির বিভিন্ন কাজ থেকে শুরু করে যুদ্ধ ক্ষেত্রেও রোবট ব্যবহারের ...

মানুষের বিকল্প রোবট!!!

12:16:00 PM Mainuddin 0 Comments

http://setandbma.files.wordpress.com/2012/08/robot-asimo.png
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে গৃহস্থলির বিভিন্ন কাজ থেকে শুরু করে যুদ্ধ ক্ষেত্রেও রোবট ব্যবহারের চিন্তা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি সুইজারল্যান্ডের থুন শহরে সামরিক বাহিনীতে ব্যবহত বিভিন্ন ধরনের রোবট নিয়ে এ ধরনের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। জার্মানির ফ্রাউনহফার ইন্সটিটিউট এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে যুদ্ধক্ষেত্র বা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজ করতে সক্ষম রোবটদের স্থান দেয়া হয়। এছাড়াও প্রদর্শনীতে অনেক ধরণের স্বয়ংক্রিয় রোবট গাড়ি যেগুলো নিজে থেকেই পথ খুঁজে নিতে পারে সেগুলোও আনা হয়। মিউনিখ বিশ্ববিদ্যালয়ের থর্সটেন ল্যুটেল ও তার দল ফোক্সভাগেন এর টুয়ারেগ মডেলের একটি গাড়ি নিয়ে আসেন। তিনি জানান, এই গাড়িটিতে একটি সেন্সর বসানো ক্যামেরা আছে যার সাহায্যে আশেপাশে দেখা যাবে। রয়েছে লেজার স্ক্যানার যার মাধ্যমে আশেপাশের গাড়ির দূরত্ব মাপা সম্ভব হয়। এই গাড়ীর রয়েছে মানুষের অন্তঃকর্ণের মত ক্ষমতা সম্পন্ন যন্ত্র। ফলে এটি দুদিকে ভারসাম্য বজায় রাখতে পারে। এছাড়া এতে বসানো আছে জিপিএস। যা দিয়ে দূরত্ব ও গতি মাপা সম্ভব। ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে তথ্য কম্পিউটারের সহায়তায় বিশ্লেষণ করতে পারবে টুয়ারেগ গাড়িটি। ফলে কখন ব্রেক কষতে হবে, ঘুরতে হবে সেটা নিজে থেকেই সিদ্ধান্ত নেবে। তবে এ ক্ষেত্রে গাড়িটি আরেকটি গাড়িকে অনুসরণ করবে বলে জানান থর্সটেন ল্যুটেল। রাউনহফার ইন্সটিটিউটের গবেষক দলের অন্যতম সদস্য ফ্রাংক হ্যোলার। তিনিও তার দল নিয়ে যোগ দেন ওই প্রদর্শনীতে। একটি চেইনওয়ালা রোবট আনেন তিনি। এটি দেখতে অনেকটা মিলিটারি ট্যাংকের মত। এ গাড়িটিও নিজে চলে। ফ্রাংক হ্যোলার জানান, এটি লেজারের সাহায্যে ছবিগুলোকে এক করে নিজে থেকেই চলতে পারে। যখন এটি রাস্তা হারিয়ে ফেলে তাখন তার নিজের ছবির ম্যাপ থেকে বোঝার চেষ্টা করে কোনদিকে রাস্তা রয়েছে। গাড়িটি পরীক্ষার সময় গবেষকরা নানা পদ্ধতি অবলম্বন করে দেখেন। যেমন রাস্তার মাঝে গাছের গুড়ি ফেলে দেখেন চেইন ওয়ালা গাড়িটি নিজে থেকে রাস্তা বের করতে পারে কিনা। তবে সমস্যা হল রাস্তায় গর্ত থাকলে বা কাদা থাকলে এটি চলতে পারেনা। এছাড়া রাস্তার দুপাশে লম্বা উঁচু ঘাস থাকলে গাড়িটি সহজে রাস্তা চিনতে পারেনা। গবেষকরা বলছেন, মানুষের কাজের বিকল্প হওয়ার চেষ্টা করলেও জরুরি অবস্থাতে মানুষ রোবটের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়। তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের জন্য রোবটই অগ্রাধিকার পাচ্ছে। কারণ তাতে প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব।
http://journalweek.com/wp-content/uploads/2012/06/Honda-Asimo1.jpg

0 comments: