পূজারিণী = কাজী নজরুল ইসলাম
এত দিনে অবেলায়
প্রিয়তম!
ধূলি অন্ধ ঘূর্ণি সম
দিবাযামী
যাবে আমি
নেচে ফিরে রুধিরাক্ত মরণ খেলায়
এত দিনে অবেলায়
জানিলাম, আমি তোমায় জন্মে জন্মে চিনি।
পূজারিণী!
ঐ কন্ঠ। ও কপোত কাঁদানো রাগিণী,
ঐ আঁখি ঐ মূখ
ঐ ভুরু ললাট চিবুক,
ঐ তব অপরুপ রুপ
ঐ তব দোলো-দোলো গতি নৃত্য দুষ্ট দুল রাজংসী জিনি-
চিনি সব চিনি।
তাই আমি এতদিন
জীবনের আশাহত ক্লান্ত শুঙ্ক বিদগ্ধ পুলিতে
মূর্ছাতুর সারা প্রাণ ভরে
ডাকি শুধু ডাকি তোমায়,
প্রিয়তমা!
ইষ্ট মম জপ মালা ঐ তব সবচেয়ে মিষ্ট নাম ধরে!
তারি সাথে কাঁদি আমি চিনি তোমা চিনি চিনি চিনি,
বিজয়িনী হন তুমি হন বিখারিনী,
তুমি দেবী চির শুদ্ধা তাপস কুমারঈ, তুমি মম চির পূজারিণী!
যুগে যুগে এ পাষাণে বসিয়েছে ভালো,
আপনারে দাহ করি মোর বুকে জ্বালায়েছ আলো,
বারে বারে করিয়াছ তব পূজা ঋণী।
চিনি প্রিয়া চিনি তোমা', জন্মে জন্মে চিনি চিনি চিনি!
চিনি তোমা' বারে বারে জীবনের অস্ত ঘাটে মরণ বেলায়
তারপর চেনা শেষে
তুমি হারা পরশেষে
ফেলে যাও একা শূন্য বিদায় ভেলায়!
0 comments: