সেই নিষ্পাপ তিন শিশুকে হত্যার দায় স্বীকার করলো ন্যাটো
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তিন শিশুকে হত্যার কথা স্বীকার করে আজ এ জন্য দুঃখ প্রকাশ করেছে ন্যাটো। তারা আজ এক বিবৃতিতে বলেছে,গত রোববার গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ন্যাটোর সেনারা ভুল করে ওই তিন নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, 'ন্যাটো ওই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং আমরা ওই হত্যাকাণ্ডের পুরো দায় স্বীকার করছি।'
গত রোববার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় বিদেশি বাহিনীর হামলায় তিন শিশু নিহত হয়েছে। জেলা পুলিশ প্রধান আহমাদ শাহ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দু'টি ছেলে ও একটি মেয়ে শিশু জ্বালানি কাঠ সংগ্রহের সময় তাদের ওপর বিমান হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ন্যাটো বলেছে, বিমান থেকে বোমা বর্ষণ নয় বরং পদাতিক বাহিনীর হামলায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। ন্যাটো এর আগেও শিশুসহ বেসামরিক লোকদের হত্যার পর দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সোয়াত এলাকায় কিশোরি মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানদের গুলি চালানোর ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা নেতারা যখন হৈ চৈ করছেন তখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর হামলায় এসব শিশু নিহত হয়েছে। শুধু তাই নয়, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার শিশু নিহত হয়েছে কিন্তু, পশ্চিমা কথিত মানবতাবাদীরা একেবারেই নীরব রয়েছেন
গত রোববার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় বিদেশি বাহিনীর হামলায় তিন শিশু নিহত হয়েছে। জেলা পুলিশ প্রধান আহমাদ শাহ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দু'টি ছেলে ও একটি মেয়ে শিশু জ্বালানি কাঠ সংগ্রহের সময় তাদের ওপর বিমান হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ন্যাটো বলেছে, বিমান থেকে বোমা বর্ষণ নয় বরং পদাতিক বাহিনীর হামলায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। ন্যাটো এর আগেও শিশুসহ বেসামরিক লোকদের হত্যার পর দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সোয়াত এলাকায় কিশোরি মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানদের গুলি চালানোর ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা নেতারা যখন হৈ চৈ করছেন তখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর হামলায় এসব শিশু নিহত হয়েছে। শুধু তাই নয়, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার শিশু নিহত হয়েছে কিন্তু, পশ্চিমা কথিত মানবতাবাদীরা একেবারেই নীরব রয়েছেন
0 comments: