আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম গ্রাফিক্স টিউটোরিয়াল ক্লাসে। কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন।  ধাপ ১...

ফটোশপ দিয়ে তৈরি করুন (একটি বাস্তবময় ই-কাঠি ও ওয়েবকেম) "Photoshop Tutorials "

2:08:00 PM Mainuddin 0 Comments


আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম গ্রাফিক্স টিউটোরিয়াল ক্লাসে। কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। 
tutorial photoshop draw wacom bamboo 47 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ১- Wacom এর ভিত্তি তৈরি

  • একটি নতুন ডকুমেন্ট নিন। এর সাইজ হবে 512×512 px, RGB, 72 dpi এবং সাদা ব্যাকগ্রাউন্ড।
  • এবার ফরগ্রাউন্ড কালার কালো নিন ও rounded rectangle tool টি নিন।
  • এবার উপরের ফরম্যাটিং বার থেকে 5 px radius দিন।
  • এবার এটির ছায়া তৈরি করুন। নিচের সেটিং অনুসারে।
tutorial photoshop draw wacom bamboo 01 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ২

  • একটি নতুন লেয়ার নিন।
  • এবার লেয়ারটিকে সাদা রং দিয়ে ফিল করুন।
  • Filter > Noise > Add Noise এ যান। এবার নিচের মতো সেটিং করুন।
tutorial photoshop draw wacom bamboo 02 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩

  • এবার ctrl+alt+G কীগুলো একসাথে চাপনু, তাহলে উক্ত লেয়ারের মাস্ক অপশন চালু হবে।
  • এবার Blending opitions >>> Blend Mode >>> Multi দিন ও  opacity এ 50%. দিন।
tutorial photoshop draw wacom bamboo 03 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ৪- 3D তে দেখানো

  • এখন এটিকে একদম সমতল দেখাচ্ছে। মূলতঃ এটি এখন আছে 2D rectangle তে। এখান একে 3D তে নিয়ে যাব।
  • একটি নতুন লেয়ার নিন।
  • এবার gradient টুলটি নিন ও ট্রান্সপারেট নির্বাচন করন। এখান থেকে Opacity>>> 2% দিন।
tutorial photoshop draw wacom bamboo 04 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ – ৫

  • এবার অন্য আরেকটি পাশে আরেকটি gradient আাকুন। নিচের ছবির মতো করে করুন।
tutorial photoshop draw wacom bamboo 05 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৬

  • এবার a black rectangle টুল নিয়ে অপাসিই ২০% দিন ও নিচের মতো করুন।
tutorial photoshop draw wacom bamboo 06 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 07 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ৭- বাটনগুলোকে পৃথক করা

  • এবার ওয়েকেমের প্যানেলের উপরে আমরা কিছু ঘর তৈরি করব। আর এই ঘরগুলো সাদা ও কালো রং দিয়ে তৈরি করব।
  • আর টিপসটাকে বলে3D shape!
  • নতুন একটি লেয়ার তৈরি করুন।
  • এবার pencil tool টি নিন। diameter 1 px, opacity 70%, এবং কালো রং দিয়ে লাইন আঁকুন।
  • এবার এর নিচে আরেকটি লাইন আঁকুন, এর50% opacity দিয়ে।
tutorial photoshop draw wacom bamboo 08 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৮

  • এবার নিচের মতো করে আরও কয়েকটি লাইন আঁকুন।
tutorial photoshop draw wacom bamboo 09 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ৯- Scroll Area

  • এবার আমরা একটি বড়scroll area তৈরি করব।
  • এবার ellipse tool টি নিন ও এবার নিচের মতো করে একটি বৃত্ত আঁকুন।
  • এবার নিচের মতো করে blending options ঠিক করুন।
tutorial photoshop draw wacom bamboo 10 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 11 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১০

  • এবার আগের বৃত্তের ভিতরে আরেকটি বৃত্ত আঁকুন ও এটি Blending Options নিচের মতো করে করুন।
tutorial photoshop draw wacom bamboo 12 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 13 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ১১

  • এবার polygon tool টি নিন ও উপরের ফরম্যাটিং বার থেকে 3 sides করুন। এবার নিচের মতো করে ২টি ত্রিভুজ আঁকুন।
tutorial photoshop draw wacom bamboo 14 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১২

  • এবার scroll area এর ভিতরে একটি বৃত্ত আঁকুন।
  • এবার বৃত্তের চারদিক দিয়ে Pen Tool দিয়ে পাথ তৈরি করুন।
  • এবার ctrl+C ও ctrl+V চাপুন।
  • এবার এটিকে ডান দিকে কিছু নিয়ে নিচে নামান। এবার উপরের অপশান বার থেকেsubtract নির্বাচন করুন। এবার একটি crescent shape তৈরি করুন।
  • এবার আরেকটি নতুন পাথ তৈরি করেcrescent অংশটি মুছে ফেলুন।
tutorial photoshop draw wacom bamboo 15 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১৩

  • এবার crescent layer টি ডুফলিকেট করুন।
  • এবার এটিকে scroll area অপর পাশে নিয়ে যান।
  • এবার Ctrl + T চাপুন। এবার মাউসের রাইট বাটন ক্লিক করেFlip Vertical এ ক্লিক করুন।
tutorial photoshop draw wacom bamboo 16 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১৪

  • এবার নিচের মতো করে FN1 ও  FN2 লিখুন। ও নিচের মতো করে blending Options এর সেটিং করুন।
tutorial photoshop draw wacom bamboo 17 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 18 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ১৫

  • এবার আমরাnext ও previous button তৈরি করব।
  • এজন্য চিত্রে দেখানো নিয়ম অনুসরণ করুন।
tutorial photoshop draw wacom bamboo 19 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১৬

  • এবার তৈরি করা এ্যারোটিকে ডুফলিকেট করে Ctrl+T চাপুন। এবার রাইট বাটন ক্লিক করে vertically করুন। এবার এটিকে আগেরটির বিপরীত পাশে নিয়ে যান।
  • এবার ২টি লেয়ারকেই নিচের মতো করে সেটিং করুন।
tutorial photoshop draw wacom bamboo 20 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 21 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১৭

  • এবার নতুন একটি লেয়ার তৈরি করুন।
  • brush tool টি নিন ও ইমেজের উপর রাইট বাটন ক্লিক করেstar shape brush টি নির্বাচন করুন।
  • এবার ফরগ্রাউন্ড কালার উজ্জল নীল রং নিন। এবার প্রত্যাকটি এ্যারোর উপর একটি করে ক্লিক করুন।
tutorial photoshop draw wacom bamboo 22 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১৮

  • এবার আমরা উপরের অংশ কে উজ্জল করব।
  • এজন্য Curves (Ctrl+M) চাপুন।
  • এবার নিচের মতো করে নিন।
tutorial photoshop draw wacom bamboo 23 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 24 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 25 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ১৯

  • এবার এটির উপর কোম্পানীর নাম লিখুন।
  • এবার লেয়ারটিকে মাস্ক করুন।
tutorial photoshop draw wacom bamboo 27 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ২০

  • এখন পর্যন্ত আপনি কি করেছেন?
tutorial photoshop draw wacom bamboo 28 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ২১- এটির ক্যাবল তৈরি করা

  • এবার কালো রং নিয়ে rectangle টুল দিয়ে চিত্রের মতো একটি ছোট্ট চতুর্ভূজ আঁকুন।
tutorial photoshop draw wacom bamboo 29 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ২২

  • এবার আগের চতুর্ভূজটির উপর আরেকটি চতুর্ভূজ আঁকুন। এবার এটিকে ধূসর রং দিয়ে ফিল করুন ও নিচের মতো করে সেটিং করুন।
tutorial photoshop draw wacom bamboo 30 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ২৩

  • এবার নিচের মতো করে USB ক্যাবল আঁকুন।
tutorial photoshop draw wacom bamboo 31 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ২৪

  • এবার gray rectangle টি ডুফলিকেট করুন।
tutorial photoshop draw wacom bamboo 32 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ২৫

  • এবার Ctrl+B চাপুন।
  • এবার Ctrl+T চেপে রাইট বাটন ক্লিক করে vertical ও horizontal করুন।
tutorial photoshop draw wacom bamboo 33 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ২৬

  • এবার আমরা একটি ত্রিভুজ আঁকব।
  • এবার brush টুলসটি নিয়ে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে hardness 95% দিয়ে কালো রংয়ের ক্যাবল আঁকুন।
tutorial photoshop draw wacom bamboo 34 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ২৭- এবার আমরা কলম আঁকব

  • এবার আমরা একটি কলম আঁকব।
  • 5 px radius দিয়েrectangle টুল টি নিয়ে একটি চতুর্ভূজ আঁকুন।
  • এবার নিচের মতো তৈরি করুন।
tutorial photoshop draw wacom bamboo 35 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ২৮

  • এবার আমরা একটি black shape তৈরি করব।
  • এবার ctrl+alt+G চাপুন, তাহলে লেয়ারটি মাস্ক হয়ে যাবে।
  • এবার gradient overlayকরুন নিচের মতেআআ করে।
tutorial photoshop draw wacom bamboo 36 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ২৯- এবার কলমের মাথা তৈরি

  • এবার rectangle টুল িদয়ে নিচের দিকের অংশে একটি চতুর্ভূজ আঁকুন ও নিচের মতো করে সেটিং করুন।
tutorial photoshop draw wacom bamboo 37 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩০

  • এবার কলমের মাঝখানে একটি চতুর্ভূজ আঁকুন ও নিচের মতো করে সেটিং করুন।
tutorial photoshop draw wacom bamboo 38 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩১

  • এবার কলমের মাথায় একটি ছোট্ট চতুর্ভূজ আঁকুন।
tutorial photoshop draw wacom bamboo 39 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩২

  • এবার নিচের মতো করে একটি বৃত্ত আঁকুন পেন টুল দিয়ে।
tutorial photoshop draw wacom bamboo 40 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩৩

  • এবার আমাদের তৈরি করা কলমটি ওয়েক্যাম ইমেজের উপর নিয়ে যাব।
  • এবার কলমের সবগুলো লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Smart Objects এ ক্লিক করুন।
  • এবার কলমটি ওয়েক্যামের ইমেজে নিয়ে আনুন ও Ctrl+T চেপুন এবং নিচের মতো করুন।
tutorial photoshop draw wacom bamboo 41 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩৪

  • এবার কলমটিকে ডুফলিকেট করুন।
  • এবার রাইট বাটন ক্লিক করেrasterize layer নির্বাচন করুন।
  • এবার Ctrl+T চাপুন। এবার নিচের মতো করে রাখূন।
tutorial photoshop draw wacom bamboo 42 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩৫

  • এবার কীবোর্ড থেকে D চাপুন ও shift+alt+Delete কীগুলো একসাথে ক্লিক করুন।
  • এই কমান্ডগুলো ডুফলিকেট করা কলমটির উপরে করবেন।
tutorial photoshop draw wacom bamboo 43 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ- ৩৬

  • এবার Filter >>> Blur >>> Gaussian blur গিয়ে ok করুন।
  • এবার একে মাস্ক করুন।
  • এবার নিচের মতো করুন।
tutorial photoshop draw wacom bamboo 44 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)
tutorial photoshop draw wacom bamboo 45 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

ধাপ ৩৭

  • এবার প্যাডটির নিচে একটি সুন্দর texture দিতে পারেন। এজন্য এখানে যান এখানে অনেকগুলো সুন্দর সুন্দর texture পাবেন।
tutorial photoshop draw wacom bamboo 46 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

অনেক অভিনন্দন ও শুভেচ্ছা

  • তৈরি হয়ে গেল। আমাদের আজকের তৈরি করা ডিজাইন টি। হা হা হা হাআহ
tutorial photoshop draw wacom bamboo 47 ফটোশপের কারুকাজ পর্ব ৬ (একটি বাস্তবময় ই কাঠি ও ওয়েবকেম)

0 comments: