ফটোশপ বেসিকস: ইন্টারফেস পরিচিতি
Adobe Photoshop সারা বিশ্বের গ্রাফিক্স ডিজাইনারদের কাছে জনপ্রিয় একটি সফটওয়্যার। এটি দিয়ে খুব সহজেই ছবিকে বিভিন্ন রূপ দেয়া যায়। আপনি bdjobs.com এ ছবি দেবেন বলে ছবি স্ক্যান করলেন। অথচ দেখলেন ছবিতে কিসব দাগ পড়েছে। চিন্তা নেই, ফটোশপ দিয়ে দাগগুলো মুছে ফেলতে পারবেন। একটা mp3 প্লেয়ার বানিয়েছেন, স্কিন লাগবে? ফটোশপে সেটাও সম্ভব। তাছাড়া ওয়েবে ব্যবহৃত গ্রাফিক্সের জন্য ফটোশপ তুলনাহীন। আর ভাববেন না যে ফটোশপ কঠিন। আমার মত "গোবর মেথো" মানুষ যেহেতু ফটোশপ শিখতে
পেরেছে কাজেই আপনিও সহজেই পারবেন।
আমি আমার লেখাগুলোতে ফটোশপ সেভেন (Photoshop 7) ভার্সন ব্যবহার করেছি। তবে পরের ভার্সনগুলোতেও লেখাগুলো কাজে লাগাতে পারবেন আশা করি।
- ফটোশপ চালু করা -
চালু করা নিশ্চয়ই জানেন। তবুও জাস্ট ফরমালিটি....
Start মেনুতে গিয়ে "(All) Programs" তারপর "Adobe Photoshop 7.0" এ ক্লিক করুন।
- ইন্টারফেসের ঝলক -
চালু করার পর নিশ্চয়ই নিচের মত একটি ইন্টারফেস পাবেন।

উপরের বিভিন্ন রঙয়ের এরিয়াগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন:
- ১. মেনুবার -

মেনুবারে বিভিন্ন মেনু থাকে, অন্যসব সফটওয়্যারে যেমনটা আছে সেরকমই। এতে বিভিন্ন অপশন আছে। যেমন: নতুন কিছু আঁকার জন্য নতুন ইমেজ নেয়া, ইমেজ ওপেন করা, সেভ করা, বিভিন্ন ইফেক্ট যোগ করা ইত্যাদি কাজ করতে পারবেন।
- ২. টুলবক্স -

টুলবক্স - অর্থাৎ টুলের বাক্স। এখানে বিভিন্ন টুল (বা হাতিয়ার) থাকে। প্রতিটি টুলের নির্দিষ্ট কাজ আছে। এই টুলগুলো আপনার আঁকাআঁকিতে সাহায্য করবে। প্রতিটা টুলের একেকটা আইকন আছে। আইকনগুলোর উপরে মাউস নিয়ে রাখলে টুলগুলোর নাম এবং কিবোর্ড শর্টকাট দেখাবে। কোনো আইকনে ক্লিক করলে ঐ টুলটি সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি দেখবেন অনেকগুলো টুলের ডানদিকে নিচে তিনকোনা এ্যারো আছে। সেই টুলগুলোতে রাইট ক্লিক করলে একই জাতীয় আরো টুল আসে।
টুলবারের প্রায় নিচের দিকে দুটো বক্স আছে। এই বাক্সগুলোতে যে রঙ থাকবে, আপনার আঁকা সে রঙে হবে। অবশ্য সব টুলের ক্ষেত্রে এই রঙ ব্যবহৃত হয় না।
যেমন: ব্রাশ দিয়ে আপনি যদি ক্যানভাসে কিছু আঁকতে চান তাহলে Brush Tool সিলেক্ট করে ক্যানভাসে ড্র্যাগ করুন (এক জায়গায় ক্লিক করে ক্লিক না ছেড়ে মাউস নাড়ান এবং ছেড়ে দিন)। পরে এসব সম্পর্কে আরা আরো বিস্তারিত জানবো।
- ৩. অপশনস বার -

আপনি যখন বিভিন্ন টুল সিলেক্ট করবেন তখন দেখবেন এই অপশনস বারে সিলেক্ট করা টুল সম্পর্কে বিভিন্ন অপশন দেখাবে। এখান থেকে টুলের আচরণ পরিবর্তন করতে পারবেন।
- ৪. প্যলেট ওয়েল - প্যালেটের কুয়া! -

Palette Well মানে হচ্ছে প্যালেটের কুয়া। এডোবিওয়ালারা যে এমন নাম দিলো কেন বুঝলাম না! আরো সহজ নামও তো দিতে পারতো। যাই হোক, প্যালেটের কুয়াতে অনেকগুলো উইন্ডো আছে দেখবেন। এগুলো হচ্ছে প্যালেট। আর্টিস্টদের আঁকার সময় দেখেছেন নিশ্চয়ই তারা ছবি আঁকার সময় পানের মত একটা জিনিসের মধ্যে রঙ নিয়ে আঁকেন। এরকম:

এটা হচ্ছে আর্টিস্টদের প্যালেট। বাস্তব জগতে রঙ রাখার জন্য ব্যবহৃত হলেও ফটোশপে রঙ ছাড়াও আরো বিভিন্ন কাজে এই প্যালেট ব্যবহৃত হয়। যেমন: আতশীকাঁচের সাহায্যে যেমন যেকোনো লেখাকে বড় করতে পারেন তেমনিভাবে আপনার ছবিকে বড় করে বা ছোট করে দেখতে পারবেন। এবং আরো অসংখ্য কাজ করতে পারবেন।
- ৫. ক্যানভাস -

ক্যানভাসে আপনার আঁকাআঁকির ফলাফল দেখতে পারবেন। আপনি ছবি ওপেন করলে একটি উইন্ডোর মধ্যে ছবিটা পাবেন। আপনি যতগুলো ছবি খুলবেন প্রতিটার জন্য একেকটি উইন্ডো খুলবে। প্রতিটি উইন্ডোই একেকটি ক্যানভাস।
আপনি তো তাহলে ফটোশপের বেসিকস শিখে গেছেন। আজ এখানেই শেষ করি। নাহলে আপনি বেশি শিখে ফেলবেন!
পেরেছে কাজেই আপনিও সহজেই পারবেন।
আমি আমার লেখাগুলোতে ফটোশপ সেভেন (Photoshop 7) ভার্সন ব্যবহার করেছি। তবে পরের ভার্সনগুলোতেও লেখাগুলো কাজে লাগাতে পারবেন আশা করি।
- ফটোশপ চালু করা -
চালু করা নিশ্চয়ই জানেন। তবুও জাস্ট ফরমালিটি....
Start মেনুতে গিয়ে "(All) Programs" তারপর "Adobe Photoshop 7.0" এ ক্লিক করুন।
- ইন্টারফেসের ঝলক -
চালু করার পর নিশ্চয়ই নিচের মত একটি ইন্টারফেস পাবেন।
উপরের বিভিন্ন রঙয়ের এরিয়াগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন:
- সবার উপরে কমলা: মেনুবার - যেখানে অনেক অনেক মেনুতে ভাগ করা বিভিন্ন অপশন আছে।
- বামদিকে লাল: টুলবক্স - এখানে বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে আপনি ছবিতে বিভিন্ন পরিবর্তন আনতে পারবেন।
- উপরে সবুজ: অপশনস বার - এখানে আপনি টুলবক্সে যে টুল সিলেক্ট করবেন তার সম্পর্কে বিস্তারিত অপশন আসবে।
- ডানদিকে হলুদ: প্যালেটসমূহ - এখানে আপনি বিভিন্ন বিষয় কাস্টোমাইজ করতে পারবেন।
- মাঝখানে গোলাপী: ক্যানভাস - আর্টিস্টরা যে কাগজে আঁকে সেটাকে ক্যানভাস বলে। আর এই ক্যানভাসে আঁকাআঁকি করবেন আপনি।
- ১. মেনুবার -
মেনুবারে বিভিন্ন মেনু থাকে, অন্যসব সফটওয়্যারে যেমনটা আছে সেরকমই। এতে বিভিন্ন অপশন আছে। যেমন: নতুন কিছু আঁকার জন্য নতুন ইমেজ নেয়া, ইমেজ ওপেন করা, সেভ করা, বিভিন্ন ইফেক্ট যোগ করা ইত্যাদি কাজ করতে পারবেন।
- ২. টুলবক্স -
টুলবক্স - অর্থাৎ টুলের বাক্স। এখানে বিভিন্ন টুল (বা হাতিয়ার) থাকে। প্রতিটি টুলের নির্দিষ্ট কাজ আছে। এই টুলগুলো আপনার আঁকাআঁকিতে সাহায্য করবে। প্রতিটা টুলের একেকটা আইকন আছে। আইকনগুলোর উপরে মাউস নিয়ে রাখলে টুলগুলোর নাম এবং কিবোর্ড শর্টকাট দেখাবে। কোনো আইকনে ক্লিক করলে ঐ টুলটি সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি দেখবেন অনেকগুলো টুলের ডানদিকে নিচে তিনকোনা এ্যারো আছে। সেই টুলগুলোতে রাইট ক্লিক করলে একই জাতীয় আরো টুল আসে।
টুলবারের প্রায় নিচের দিকে দুটো বক্স আছে। এই বাক্সগুলোতে যে রঙ থাকবে, আপনার আঁকা সে রঙে হবে। অবশ্য সব টুলের ক্ষেত্রে এই রঙ ব্যবহৃত হয় না।
যেমন: ব্রাশ দিয়ে আপনি যদি ক্যানভাসে কিছু আঁকতে চান তাহলে Brush Tool সিলেক্ট করে ক্যানভাসে ড্র্যাগ করুন (এক জায়গায় ক্লিক করে ক্লিক না ছেড়ে মাউস নাড়ান এবং ছেড়ে দিন)। পরে এসব সম্পর্কে আরা আরো বিস্তারিত জানবো।
- ৩. অপশনস বার -
আপনি যখন বিভিন্ন টুল সিলেক্ট করবেন তখন দেখবেন এই অপশনস বারে সিলেক্ট করা টুল সম্পর্কে বিভিন্ন অপশন দেখাবে। এখান থেকে টুলের আচরণ পরিবর্তন করতে পারবেন।
- ৪. প্যলেট ওয়েল - প্যালেটের কুয়া! -
Palette Well মানে হচ্ছে প্যালেটের কুয়া। এডোবিওয়ালারা যে এমন নাম দিলো কেন বুঝলাম না! আরো সহজ নামও তো দিতে পারতো। যাই হোক, প্যালেটের কুয়াতে অনেকগুলো উইন্ডো আছে দেখবেন। এগুলো হচ্ছে প্যালেট। আর্টিস্টদের আঁকার সময় দেখেছেন নিশ্চয়ই তারা ছবি আঁকার সময় পানের মত একটা জিনিসের মধ্যে রঙ নিয়ে আঁকেন। এরকম:
এটা হচ্ছে আর্টিস্টদের প্যালেট। বাস্তব জগতে রঙ রাখার জন্য ব্যবহৃত হলেও ফটোশপে রঙ ছাড়াও আরো বিভিন্ন কাজে এই প্যালেট ব্যবহৃত হয়। যেমন: আতশীকাঁচের সাহায্যে যেমন যেকোনো লেখাকে বড় করতে পারেন তেমনিভাবে আপনার ছবিকে বড় করে বা ছোট করে দেখতে পারবেন। এবং আরো অসংখ্য কাজ করতে পারবেন।
- ৫. ক্যানভাস -
ক্যানভাসে আপনার আঁকাআঁকির ফলাফল দেখতে পারবেন। আপনি ছবি ওপেন করলে একটি উইন্ডোর মধ্যে ছবিটা পাবেন। আপনি যতগুলো ছবি খুলবেন প্রতিটার জন্য একেকটি উইন্ডো খুলবে। প্রতিটি উইন্ডোই একেকটি ক্যানভাস।
আপনি তো তাহলে ফটোশপের বেসিকস শিখে গেছেন। আজ এখানেই শেষ করি। নাহলে আপনি বেশি শিখে ফেলবেন!
0 comments: