ফটোসপের কোন ব্রাশ ডাউনলোড করলে তার এক্সটেনশনে .abr থাকে। তাহলে এটি দেখেই আপনি বুঝতে পারবেন এটি একটি ফটোসপের ব্রাশ। প্রথমে ব্রাশ টিকে কপি কর...

ফটোসপের ব্রাশ যেভাবে ইনষ্টল করবেন

10:17:00 AM Mainuddin 0 Comments

ফটোসপের কোন ব্রাশ ডাউনলোড করলে তার এক্সটেনশনে .abr থাকে। তাহলে এটি দেখেই আপনি বুঝতে পারবেন এটি একটি ফটোসপের ব্রাশ। প্রথমে ব্রাশ টিকে কপি করুন। তারপর


C:\Program Files\Adobe\Photoshop CS\Presets\Brushes

এই লোকেশনে গিয়ে পেষ্ট করুন। ব্যাস কাজ শেষ।

তারপর ফটেসপে যান। নতুন ফাইল নিন। ব্রাশটুলটি কোথায় থাকে দেখে নিন


ছবি

এখানে ক্লিক করে ব্রাশটুলটি সক্রিয় করে নিন। অথবা কিবোর্ড থেকে B চাপুন। তারপর ফটোসপের ষ্ট্যান্ডার্ড টুলবারের চিহ্নিত অংশে ক্লিক করুন। তারপর ড্রপডাউন মেনু থেকে Load Brushes এ ক্লিক করুন।

ছবি

তারপর ব্রাশটির লোকেশন অর্থাৎ C:\Program Files\Adobe\Photoshop CS\Presets\Brushes থেকে ব্রাশটিকে ওপেন করুন।

ছবি

তারপর একেবারে শেষে দেখুন ব্রাশটি চলে এসেছে

ছবি

আশাকরি পেরেছেন। তারপর সাচ্ছন্দে ব্রাশ ব্যবহার করুন।

আর না পারলে তো আমি আছিই

0 comments: