ইন্টারনেটে খুজলে আপনি অনেক ফটোসপের ব্রাশ পাবেন। ইচ্ছা করলে আপনি নিজেই অনেক ব্রাশ তৈরি করতে পারেন। এজন্য আপনাকে বিশেষ কোন সফটওয়ার ব্যবহার ক...

ফটোসপেই তৈরি করুন ফটোসপের ব্রাশ

10:15:00 AM Mainuddin 0 Comments

ইন্টারনেটে খুজলে আপনি অনেক ফটোসপের ব্রাশ পাবেন। ইচ্ছা করলে আপনি নিজেই অনেক ব্রাশ তৈরি করতে পারেন। এজন্য আপনাকে বিশেষ কোন সফটওয়ার ব্যবহার করতে হবে না। তো আসুন ব্রাশ কিভাবে তৈরি করা যায় তা দেখি


প্রথমে ব্রাশের একটি ইমেজ ফটোসপে ওপেন করুন। চিত্রের মত করে। আপনি ইচ্ছা করলে কোন স্ক্যান করা ইমেজ ও ফটোসপে আনতে পারেন। অথবা গুগল মামালে বললে আপনাকে হাজারোটা ছবি দিয়ে দিবে।

ছবি

ধরুন এটিকে আপনি ব্রাশ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। তাহলে Edit>Define Brush Prese এ যান। তারপর একটা নাম দিয়ে সেভ করুন।

ছবি

তারপর ব্রাশে গিয়ে দেখুন আপনার নতুন সেভ করা ব্রাশটি ব্যবহার উপযোগ্য হয়ে গেছে।

আপনি যে ব্রাশটি তৈরি করলেন তা শুধু আপনার কম্পিউটারেই ব্যবহার করতে পারবেন। যদি আপনি আপনার তৈরি করা ব্রাশ শেয়ার করতে চান তাহলে ব্রাশে গিয়ে নিচের মেনুতে যান।

ছবি

তারপর একটা নাম দিয়ে সেভ করুন।

তাহলে একটা ফাইল পাবেন। যেটির এক্সটেনশন হবে .abr এটি অন্য কম্পিউটারে ইনষ্টল/কপিপেষ্ট করলেই আপনার কম্পিউটারের সব ব্রাশ আরেকজন ব্যবহার করতে পারবে।

আশাকরি পারবেন। কোন সমস্যায় পড়লে মন্তব্যের মাধ্যমে আমাকে জানান।

0 comments: