ফটোশপে আপনাকে একটি "ক্যানভাসে" আঁকাআঁকি করতে হবে। আর্টিস্টরা যে কাগজে আঁকেন তাকে "ক্যানভাস" বলে। ফটোশপেও সেরকম একটি ক্য...

ফটোশপ বেসিকস: নতুন ফাইল খোলা এবং খামখাই ইচ্ছেমত আঁকুন

7:53:00 PM Mainuddin 0 Comments

ফটোশপে আপনাকে একটি "ক্যানভাসে" আঁকাআঁকি করতে হবে। আর্টিস্টরা যে কাগজে আঁকেন তাকে "ক্যানভাস" বলে। ফটোশপেও সেরকম একটি ক্যানভাসে আপনাকে আঁকাআঁকির কাজ করতে হবে। ফটোশপ চালু করলে কোনো ক্যানভাস থাকে না। তাই আঁকতে হলে আপনাকে একটি নতুন ক্যানভাস নিতে হবে। ও, আমি খুব ক্যানভাস ক্যানভাস করছি। কিন্তু
ক্যানভাসকে অনেক সময় "ফাইল" বলা হয় (যেমনটা এমএস ওয়ার্ডে এবং অন্যান্য সফটওয়্যারে বলা হয়)। এজন্যই এই টপিকের শিরোনামে "নতুন ফাইল খোলা..." লিখেছি।

---- নতুন ক্যানভাস/ফাইল নিতে চাইলে: ----
শর্টকাটে ব্যাখ্যা করি পদ্ধতিটা...

১. File মেনু থেকে New... মেনুতে ক্লিক করুন।
ছবি

(আচ্ছা, একটা বাড়তি কথা বলি - যেহেতু আমি বাচাল। কোনো মেনু আইটেমের পরে ডট ডট ডট দেয়া থাকে কেন? দেখুন New মেনুর নামের পরে "..." আছে। এরকম অন্যান্য সফটওয়্যারেও নিশ্চয়ই দেখেছেন। "..." মানে হচ্ছে আরো কথা আছে। New মেনুতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে নতুন ফাইল খুলে যায় না, বরং একটি ডায়লগ আসে। "..." থাকা মানে হল মেনুর কমান্ডটি আরো ডায়লগের মাধ্যমে চূড়ান্তভাবে প্রয়োগ করতে হবে।)

২. সেটিংস ঠিক করুন
ছবি

ক. দৈর্ঘ্য ও প্রস্থ (width and height)
ছবি

দৈর্ঘ্য মানে হচ্ছে horizontal dimension আর প্রস্থ হচ্ছে vertical dimension । দৈর্ঘ্য ও প্রস্থ, width এবং height লিখে দিন। লিখলেন তো ফাইলের মাপ, কিন্তু কি হিসেবে লিখলেন? ইঞ্চি নাকি সেন্টিমিটার না অন্যকিছু। আপনার কাজ অনুযায়ী আপনাকে মাঝে মাঝে দৈর্ঘ্য ও প্রস্থ বিভিন্ন এককে (unit-এ) লিখতে হতে পারে। সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন width এবং height এর ঘরের ডানদিকের ড্রপডাউন বক্স থেকে। চিত্র দেখুন:
ছবি

স্ক্রিনের জন্য প্রস্তুত করা গ্রাফিক্স (যেমন: ওয়েবসাইটের জন্য বা সফটওয়্যার ইন্টারফেসের ইমেজের ক্ষেত্রে) দৈর্ঘ্য প্রস্থ পিক্সেল হিসেবে রাখাই ভাল। চিত্রে পিক্সেল দেখুন:
ছবি
স্ক্রিনের ব্যবহৃত ইমেজের ক্ষেত্রে আমরা পিক্সেলই বেশি ব্যবহার করি।

Preset sizes: আপনি চাইলে খুব বেশি ব্যবহৃত ক্যানভাস সাইজগুলো একবারেই প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে বার বার টাইপ করার ঝামেলা থেকে আপনি বেঁচে যাবেন। যেমন: ওয়ালপেপার বানানোর জন্য Preset sizes ড্রপডাউন মেনু থেকে 1024 x 768 সিলেক্ট করে নিতে পারেন। চিত্রে দেখুন:
ছবি
এক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, unit, রেজল্যুশন অটোমেটিক সেট হয়ে যাবে।

খ. রেজল্যুশন ঠিক করুন
রেজলুশন সম্পর্কে অনেক কথা বলা যায়। শর্টকাটে বলতে গেলে - আপনি যদি প্রিন্ট করার নিয়ত না করে থাকেন (যেমন: ওয়েবসাইটের ইমেজ) তাহলে 72 দিন। আর প্রিন্ট করার পর ফাটা ফাটা ছবি দেখতে না চাইলে 300 দিন। বেশিরভাগ ক্ষেত্রেই 72 দেয়া হয়।
ছবি

গ. কালার মোড
সাধারণত RGB Color দেয়া থাকে। RGB কালার স্ক্রিন গ্রাফিক্সের জন্য ভাল। আরেকটা অপশন আছে - CMYK - যেটা প্রিন্টিং শিল্পে বেশি ব্যবহৃত হয়। আমরা আপাতত ডিফল্ট অপশন - RGB নিয়েই কাজ করবো।

ঘ. Contents-এর ব্যাকগ্রাউন্ড দিন
ছবি

আপনি যে ক্যানভাসটি প্রস্তুত করছেন তার কালার কি হবে এখানে সেটা বলে দিন। আপাতত white দিলেই চলবে। Background color এবং Transparent অপশন দুটি সম্পর্কে আমরা পরে জানবো।

এবার উপরের জ্ঞান অনুযায়ী একটি নতুন ক্যানভাস তৈরি করুন (যদি ইতিমধ্যে করে না থাকেন)
১. File - New... ক্লিক করুন।
২. Width দিন 640 pixel এবং height দিন 480 pixel । আপনি চাইলে এটি টাইপ না করে preset sizes থেকে সিলেক্ট করে দিতে পারেন।
৩. resolution দিন 72 ।
৪. Content-এ White সিলেক্ট করুন।
৫. OK ক্লিক করুন।
এখন আপনি Untitled-1 টাইটেল ওয়ালা একটি উইন্ডো পাবেন যেটি আপনার বানানো ক্যানভাস। সম্ভবত ক্যানভাসটি টুলবক্সের নিচে চলে গেছে। উইন্ডোটিকে ড্র্যাগ করে সরিয়ে আপনার সুবিধামত মাঝামাঝি নিয়ে আসুন।

---- ক্যানভাসে আঁকিআঁকি করা ----
আপনি একটা ক্যানভাস পেলেন। এখন এটাতে আঁকাআঁকি করার পালা।
আপনি আঁকাআঁকির জন্য ব্রাশ টুল সিলেক্ট করতে পারেন।
ছবি

টুলবক্সে ব্রাশ টুল সিলেক্ট করার জন্য ব্রাশ টুলের আইকনে ক্লিক করুন চিত্রের মত:
ছবি

ব্রাশ টুলের উপর কার্সর নিলে দেখবেন টুলটিপ আসছে "Brush Tool (B)"। ব্র্যাকেটের "B" এর মানে হচ্ছে আপনি ক্লিক না করে কিবোর্ডের "B" চেপেও ব্রাশ টুল সিলেক্ট করতে পারেন। আপনার যেটা ইচ্ছা - ক্লিক করে বা B চেপে ব্রাশ টুল সিলেক্ট করুন।

ব্রাশ টুল সিলেক্ট করা মাত্র দেখবেন ব্রাশ টুলটা ডেবে গেছে। এর মানে আপনি ব্রাশ টুল সিলেক্ট করতে পেরেছেন।

ছোট বাচ্চাদের মত হয়ে যান। ক্যানভাসে মাউস ক্লিক করে ছেড়ে না দিয়ে মাউস নাড়াতে থাকুন। দেখবেন আঁকা হচ্ছে।
ব্রাশের সাইজ ছোট করতে চাইলে কিবোর্ডের [ চাপুন এবং বড় করতে হলে কিবোর্ডের ] চাপুন।

ব্রাশের রঙ পরিবর্তন করতে চাইলে টুলবক্স থেকে ফোরগ্রাউন্ড কালার আপনার খেয়াল খুশি মত পরিবর্তন করে নিন।
ছবি

উপরের চিত্রে টুলবক্সে দুটি বক্স দেখছেন। উপরের দিককার বাক্সটি ফোরগ্রাউন্ড কালারের। এই বাক্সটিতে ক্লিক করলে একটি কালার পিকার (Color Picker) ডায়লগ আসবে।
ছবি

কালার পিকারের মাঝামাঝি একটা বিভিন্ন রঙের লম্বা বার আছে। চিত্রে দেখুন:
ছবি

এটার মধ্যে আপনার যেখানে খুশি ক্লিক করুন।
তারপর বামদিকের বড় বক্সটাতে যেখানে খুশি ক্লিক করুন।
ছবি

এবার OK বাটনে ক্লিক করুন। এবার আবার আঁকতে থাকুন।
এভাবে আপনার পছন্দের রঙ সিলেক্ট করতে পারবেন।

আপনি তাহলে এই টপিক থেকে যে কতকিছু শিখেছেন আপনি চিন্তাও করতে পারবেন না। যা শিখলেন দেখে নিন:
  • নতুন ক্যানভাস কিভাবে নিতে হয়

    • ফটোশপের দৈর্ঘ্য-প্রস্থ (dimension) এর মাপ সম্পর্কে ধারণা
    • দৈর্ঘ্য-প্রস্থ প্রিসেটের সাহায্যে শর্টকাটে দেওয়ার পদ্ধতি
    • Pixel কি
    • প্রিসেটের মাধ্যমে ওয়ালপেপার বানানোর প্রথম স্টেপ ;-)
  • দুনিয়ার সকল সফটওয়্যারে কেন কিছু কিছু মেনুর নামের পর "..." দেয়া থাকে
  • টুলবক্সে কোনো টুল কিভাবে সিলেক্ট করতে হয়
  • কোনো টুলের সাহায্যে কিভাবে আঁকতে হয় (বা ব্যবহার করতে হয়)
  • ব্রাশ সাইজ কিভাবে ছোট-বড় করতে হয়
  • ফোরগ্রাউন্ড কালার কি
  • রঙ কিভাবে সিলেক্ট করতে হয়
চাইলে আবার রিভিউ করে দেখুন -- প্রথম থেকে পুরো লেখাটা আবার পড়লে মনে গেঁথে যাবে সবকিছু।

এর মধ্যে অনেক কিছুই মনে হচ্ছে শেখেন নি, তাই না?! কিন্তু আপনি অনেক কিছু শিখে গেছেন -- এই এক লেখা থেকেই। আপনার সাথে ভাব জমিয়ে চিটিং করে অল্প কথায় অনেক কিছু জানিয়েছি।

0 comments: