এই পর্বে আমরা ফটোশপের খুব বেশি ব্যবহার্য এবং গুরুত্বপূর্ণ একটি কমান্ড New সম্বন্ধে জানব। File এ গিয়ে New কমান্ড দেন বা Ctrl+N চাপুন। তাহল...

ফটোশপ বেসিক: নতুন ডকুমেন্ট খোলা

7:56:00 PM Mainuddin 0 Comments

এই পর্বে আমরা ফটোশপের খুব বেশি ব্যবহার্য এবং গুরুত্বপূর্ণ একটি কমান্ড New সম্বন্ধে জানব।


File এ গিয়ে New কমান্ড দেন বা Ctrl+N চাপুন।

তাহলে ডায়লগবক্স আসবে নিম্মের মত যেখানে আপনাকে নতুন ডকুমেন্টের জন্য সাইজ এবং প্রয়োজনীয় অপশন সিলেক্ট করতে হবে।

ছবি


বিস্তারিতঃ

Name: এখানে আপনি যে ডকুমেন্ট খুলতে
যাচ্ছেন তার নাম দিন পছন্দমত না দিলে Untitled থাকবে ডিফল্টভাবে।

Preset Size: এই ঘরে Ms Word এর মত বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনার প্রয়োজন মত দিতে পারেন। ইচ্ছেমত সাইজ দিতে হলে Custom select করুন।
Custom select করা থাকলে নিচের তারকা চিহ্নিত width এবং Hidth এর ঘরে প্রয়োজনমত সাইজ দেওয়া যায়। আমরা এখানে Custom select করব।

Width আপনার ডকুমেন্টের প্রস্থ Pixel ডিফল্টভাবে থাকে। আপনি ইচ্ছে করলে ড্রপডাউন মেন্যুতে ক্লিক করলে আরো অপশন পাবেন, এখানে আপনার যেটা দরকার দিন।এর উপরে আপনার ডকুমেন্টের সাইজ নির্ধারিত হবে। আমরা Pixel ব্যবহার করব।

Hidth: আপনার ডকুমেন্টের উচ্চতা। Pixel ডিফল্টভাবে থাকে। আপনি ইচ্ছে করলে ড্রপডাউন মেন্যুতে ক্লিক করলে আরো অপশন পাবেন যা দরকার দিন।এর উপরে আপনার ডকুমেন্টের সাইজ নির্ধারিত হবে।আমরা Pixelব্যবহার করব।

Color Mode: RGB থাকে ডিফল্টভাবে। আমরা সেটাই ইউজ করব। কারণ আমাদের ডিজাইনের জন্য এটাই দরকার।তবে বিজ্ঞরা ড্রপডাউনমেন্যু থেকে নিজেদের
দরকারিটা ইউজ করে।

Background Color: বদলানোর দরকার নেই।আপনি যা দেবেন সেটাই হবে আপনার ডকুমেন্টের কালার।

Content: বদলানোর দরকার নেই।

সব শেষে OK করুন।যে ফাইলটা অপেন হল তা আপনার দেয়া সাইজ, Background Color(সাদা দিয়েছিলাম), Content মতই হয়েছে। এই ডকুমেন্টে আপনি লিখতে পারেন,আঁকতে পারেন,অন্য একটা ডকুমেন্ট কপি করে এখানে পেষ্ট করতে পারেন।

0 comments: