আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসা করি আপনারা সবাই ভাল আছেন? আজ পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত। আজ দিন শেষে রাতেই শুরু হবে লাইলাতুল বরাত বা...

আজ পবিত্র লাইলাতুল বরাত

1:36:00 PM Mainuddin 5 Comments

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসা করি আপনারা সবাই ভাল আছেন?
আজ পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত। আজ দিন শেষে রাতেই শুরু হবে লাইলাতুল বরাত বা মহিমান্বিত রজনী। মুসলমানদের কাছ এই রাত একটি উৎসবের রাত হিসেবে বিবেচিত। শবেবরাতের অর্থ হল, সৌভাগ্য রজনী। এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব ও তাৎপর্য সমধিক। এই রাত অত্যন্ত বরকত ও ফজিলতের। মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি করে কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। ইবাদত-বন্দেগির মাধ্যমে বান্দা এই রাতে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন।


ইসলামী চিন্তাবিদদের মতে, আল্লাহ এ রাতে তাঁর রহমতের দরজা খোলা রাখেনএই পবিত্র রাতে আল্লাহ আরশে আজিম ছেড়ে প্রথম আকাশে পদার্পণ করেনতিনি বান্দাদের ডেকে বলেন, ‘কোন ক্ষমা প্রার্থনকারী আছে, আমি তাকে ক্ষমা করে দেব’ ‘কোন জীবিকা সন্ধানকারী আছে, আমি জীবিকা দেবআছে কি বিপদগ্রস্ত, বঞ্চিত কেউ আমি নাজাত দান করবএ রাতেই বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়এই রাতে বান্দা ইবাদত-বন্দেগি ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছ কিছু চাইলে বা প্রার্থনা করলে আল্লাহ তা শুনে থাকেন এবং বান্দার আকাক্সক্ষা বিবেচনা করেন
কোরআন ও হাদিসে এই মহান রাতের ফজিলত সম্পর্কে কিছু বলা না হলেও যুগ যুগ ধরে বিশ্বের মুসলমানরা বিশেষ গুরুত্ব সহকারে এ রাতটি উদ্যাপন করে থাকেন

রাসুল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তি ফসল ঘরে ওঠাতে চাইলে তাকে প্রথমে জমি চাষ ও বীজ বপন করতে হয়এরপর বীজ থেকে চারা বের হলে তার পরিচর্যা করতে হয়তবেই ভাল ফসল আশা করা যায়একই ভাবে বছরের সেরা মাস রমজানে কেউ ক্ষমা ও মুক্তি পেতে আগ্রহী হলে রজব মাসে ইবাদতের পরিবেশ তৈরি করে শাবান মাসে এসে পরিচর্যা অর্থাৎ ইবাদতে অভ্যস্ত হয়ে যেতে হবেতবেই রমজানে আল্লাহর পূর্ণাঙ্গ করুণা পাওয়ার উপযোগী হতে পারবেএজন্য শাবান মাসকে রাসুল (সাঃ) নিজের মাস হিসেবে অভিহিত করেছেনঅন্যান্য মাসের তুলনায় এ মাসে তিনি অনেক বেশি রোজা রাখতেন, রাত জেগে ইবাদত-বন্দেগি করতেন

আসুন আমরা সবাই আল্লাহর কাছে দুয়া করি আমাদের সকলকে শান্তিতে রাখুন আমিন

বিঃদ্রঃ- মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফেসবুকে একটা গ্রুপ তৈরি হয়েছে আপনার সবাই এই গ্রুপে যোগ দিন গ্রুপে যোগ দিতে হলে ক্লিক করুন




5 comments: