Web log শব্দটি প্রথম ব্যবহার করেন জন বার্গার। এই ওয়েব লগ শব্দটাকে ভেঙে বিন log শব্দটাকে লেখেন পিটার মেরহোলতার। কিছুদিন পরে শুধু ব্লগ শব্দটা...

1:27:00 PM Mainuddin 0 Comments


Web log শব্দটি প্রথম ব্যবহার করেন জন বার্গার। এই ওয়েব লগ শব্দটাকে ভেঙে বিন log শব্দটাকে লেখেন পিটার মেরহোলতার। কিছুদিন পরে শুধু ব্লগ শব্দটাই জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বব্যাপী। যারা এই ব্লগ সংস্কৃতিতে অংশ নিচ্ছেন তাদের বলা হচ্ছে ব্লগার। ব্লগ হচ্ছে অনলাইন জার্নাল। যাকে নিয়মিত আপডেট করা যায়।
যেহেতু তথ্যপ্রযুক্তির সুবাদে বিশ্ব এখন একটি গ্রাম। তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশিষ্ট সবাই ইচ্ছা করলেই মিলিত হতে পারি পরস্পর
। ইন্টারনেট এখন একটি তথ্যসমুদ্র। প্রতিদিনই আমরা অনেক কিছুই দেখি, শুনি, মূল্যায়ন করি অথবা কারও না কারও সঙ্গে প্রয়োজনীয় চিন্তাগুলো শেয়ার করি। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, স্বদেশ ও প্রিয় পৃথিবীকে নিয়ে অনেক মতামত মিলে যায় অন্যের সঙ্গে। সঙ্গত কারণেই জমে ওঠে আড্ডা। এই আড্ডা এখন শারীরিক উপস্থিতিকে ছাড়িয়ে জমে উঠেছে ইন্টারনেটের ভার্চুয়াল জগতে। মানচিত্রের নোম্যান্সল্যান্ড অতিক্রম করে বিশ্বব্যাপী।
এই আড্ডা যদি হয় কোনও গ্র“পের মধ্যে, গঠনমূলক, প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে, চিন্তার যৌক্তিক অবস্থানে, দৈনন্দিন অভিজ্ঞতার সূত্রে, অনেকটা প্রতিদিনের ডায়েরি লেখার মতো করে। সাম্প্রতিক চিন্তার চমৎকারিত্ব প্রকাশের পাশাপাশি অন্যের মতামত প্রকাশের সুযোগ প্রদান করে, তাহলে এটাকে বলা হয় ব্লগিং।
কী নেই ব্লগে : নিজের সঙ্গে নিজের কথোপকথনে ঠোঁটকাটা সব প্রশ্নের আর প্রতি-উত্তরের অবতারণা হয় এখানে। ইন্টারনেটের এই ব্লগ সংস্কৃতির জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে, এখানে বুশের আহাম্মকি, সাদ্দামের ফাঁসি, ফিলিস্তিনের সংঘাত, তুরস্কের যুদ্ধ, সুনামি, ইউরোপের শিল্প-সংস্কৃতি, প্রবাসের প্রাপ্তি ও যন্ত্রণা, ব্যক্তিগত নিঃসঙ্গতা, আর জাতি-গোষ্ঠী স্বদেশ নিয়ে ভাবনা, সবই ঘুরেফিরে আসে বর্তমান বিশ্বের ঘটে চলা প্রসঙ্গ ধরে।
বর্তমান বিশ্বের প্রথম সারির মিডিয়ার দাপটে স্পষ্টভাষী চিন্তাবিদরা যখন বিপন্ন বোধ করছেন, তখন ব্লগ সম্ভাবনার একটি নতুন পাটফর্মের নাম হিসেবে উঠে এসেছে। ব্লগাররা নিজেদের মেইনস্ট্রিম মিডিয়া থেকে পৃথক করে দেখার স্বাধীনতা পেয়ে থাকেন। অপরদিকে যে কোনও মিডিয়াতে কোনও লেখা বা সংবাদ ছাপতে চাইলে সম্পাদক ও প্রডিউসারদের গ্রহণ-বর্জনের ওপর নির্ভর করতে হয়। কেননা তারা সম্পূর্ণ তথ্যপ্রমাণ ছাড়া কিছুই মুদ্রণ করতে পারেন না। হয়তো কোনও নামকরা ব্যক্তির কোনও তথ্য মিডিয়া প্রকাশ করছে না। কিন্তু একজন ব্লগার চাইলে সেটা সারাবিশ্বের সামনে তুলে ধরতে পারবেন ব্লগের মাধ্যমে।
ব্লগে সাইবার ক্রাইমের সম্ভাবনা অনেক কম। তবে সাম্প্রতিক একটি আলোচিত ব্লগ প্রতারণার ঘটনা ঘটেছে। অ্যাপল কম্পিউটার, আইপড, আইফোনের মতো সাড়া জাগানো অ্যাপল কর্পোরেশনের কর্ণধার স্টিভ জবসের নিজস্ব বগটি বেশ জনপ্রিয়তা পায় বিশ্বব্যাপী। দীর্ঘ দুই বছর পর জানা গেল, ব্লগটি সম্পর্কে স্বয়ং স্টিভ জবস কিছু জানেন না এবং পরে জানা গেল, অপর কোনও এক ব্যক্তি নিছক মজার বশে স্টিভ জবসের নামে লিখছিলেন ব্লগটি। বিবিসি সংবাদটি গুরুত্বের সঙ্গে পরিবেশন করেছে।

0 comments: