মাত্র ২০ ডলারেই কম্পিউটার ক্রয় করা যবে!!!
আশ্চর্য হলেও সত্য এবার কমদামে আসছে কম্পিউটার। বাসায় শুধু টিভি থাকলেই হলো, চালানো যাবে এই কম্পিউটার।পকেট খরচ মূল্যের এই পিসির উদ্ভাবক গ্যাসিকলের বরাতে জানা যায়, 'এই কম্পিউটার তৈরির উদ্দেশ্য ছিল এক্সেটেন্ডেবল ৮ বিটের একটি সাধারণ কম্পিউটার প্লাটফর্ম তৈরি করা। যাতে টিভিই ডিসপ্লে হিসেবে ব্যবহৃত হবে।
এর আগে ভারত সরকার ঘোষণা দিয়েছিল সবচেয়ে কমদামের ট্যাবলেট কম্পিউটার তৈরির। একই অপারেটিং সিস্টেম লিনাক্স এর সহায়তায় যার তৈরি খরচ পড়বে মাত্র ৩৫ ডলার বা দেড় হাজার রুপি।
ওই ট্যাবলেটে ইন্টারনেট ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, পিডিএফ রিডার কিংবা ভিডিও কনফারেন্সসহ আধুনিক ল্যাপটপের সব ধরনের প্রযুক্তি থাকার কথা বলা হয়েছিল। এর পরপরই সান গ্যাব্রিয়াল ভ্যালি লিনাক্স ইউজার গ্রুপ থেকে ২০ ডলারে কম্পিউটারের ঘোষণাটি এলো। জানা গেছে, এতে ইন্টারনেট সংযোগ ছাড়াই উইকিপিডিয়ার সব আর্টিকেল বা প্রায় ৫ হাজার ই-বুক সংরক্ষণ করে রাখা যাবে। আর পিসিতে স্টোরেজ হিসেবে রয়েছে ২ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড, আছে ইউএসবি, পিএস/২ প্লাগ ও ভিডিও দেখার সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো জানা যায়, চমকপ্রদ এই কম্পিউটারে ইনপুট কি-বোর্ডের পাশাপাশি থাকবে কি-বোর্ডের বিকল্প বিল্টইন-৪ বাটন ডিরেকশনাল কন্ট্রোলার। যা দিয়ে ব্যবহারকারী সহজেই সবকিছু নিজের দখলে ও নিয়ন্ত্রণে রাখতে পারবে। গ্যাসিকল আশা করছে উন্নত দেশগুলোর বাইরে এর জনপ্রিয়তা হবে তুঙ্গস্পর্শী এবং শিক্ষা ব্যবস্থায় রাখবে সুস্পষ্ট অবদান।
ইনফোটেক ডেস্ক
0 comments: