স্বাগতম মাহে রমজান/আহলান সাহলান মাহে রমজান
আজ পহেলা রমযান। আজকের এ দিনে হযরত ইব্রাহিম (আঃ) এর উপর সহীফা নাযিল হয়। ১লা রমযান বড় পীর আব্দুল কাদির জিলানী (রঃ) এর জন্ম দিবস। এ মাসের গুরুত্ব অনেক বেশি। যেহেতু এ মাসে কুরআন নাযিল হয়েছিল। আল্লাহ পাক কুরআন মজিদে ফরমান, ‘মাহে রমযান হল কুরআন নাযিলের মাস’। এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি ছওয়াব পাওয়া যায়। যারা এ মাসে খালিছ নিয়তে রোযা রাখে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, রোযাদারদের জন্য দুটি আনন্দ রয়েছে
একটি হল ইফতারের সময় এবং অন্যটি হল মরণের পরে যখন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হবে। অতএব প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য উচিৎ হল মাহে রমযানের রোযাগুলো যথাযথ রাখা, হালাল হারাম, জায়েয নাজায়েয বৈধ অবৈধ দেখে শুনে চলা, অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেকে হেফাজত করা। মিথ্যা এবং বেহুদা কথা বার্তা থেকে নিজেকে দূরে রাখা। বেশি বেশি কুরআন তিলাওয়াৎ, তাছবীহ তিলাওয়াৎ করা। এ মাসে আল্লাহর ইবাদত করতে যে স্বাধ পাওয়া যায় অন্য মাসে এত স্বাধ পাওয়া যায় না। তাই নিজেকে সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখা। যেন শয়তান খারাপ করাবার জন্য কাছে ভিড়তে না পারে। আল্লাহ পাক আমাদের সহায় হোন।
0 comments: