প্রকৃত ভালোবাসা পেতে ধৈর্য্য ধরতে হয়!!!!
ঘনিষ্ঠ হওয়ার আগে যেসব যুগল একে অপরকে জানতে পারে সে সম্পর্ক স্থায়ী হওয়ার সুযোগ বেশি। তবে মাঝে মাঝে খুব অল্প সময়ের পরিচয়ও প্রকৃত ভালবাসায় পরিণত হতে পারে।সপ্রতি প্রকাশিত একটি গবেষণায় একথা জানা গেছে।
গবেষণায় অংশ নেওয়া ৬৪২ জন প্রাপ্ত বয়স্কের মধ্যে ৫৬ শতাংশই জানায়, শারীরিক সংসর্গে যাওয়ার আগে তারা সম্পর্ক গভীর হওয়ার জন্য প্রতীক্ষা করে।
অপর দিকে ২৭ শতাংশ জানায়, সাধারণ দেখা সাক্ষাতের সময়ও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আর ১৭ শতাংশ ভালোবাসার সম্পর্ক ছাড়াই শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়।
আইওয়া ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক অ্যান্থনি পেইক বলেন, "মানুষের চরিত্রের কিছু বৈশিষ্ট্যের কারণে শারীরিক সম্পর্কে জড়ানোর আগে অপেক্ষা করার সঙ্গে সম্পর্কের স্থায়িত্বের বিষয়টি জড়িত।"
তবে সম্পর্কের সূচনায় শারীরিক মেলামেশা নেতিবাচক কোনো প্রভাব ফেলে গবেষণা থেকে এমন কিছু বেরিয়ে আসেনি বলেও তিনি জানান।
পেইকের এ গবেষণাটি 'জার্নাল সোশ্যাল সায়েন্স রিসার্চ' এ প্রকাশিত হয়েছে।
সূত্র:বিডিনিউজ
0 comments: