উইন্ডোজ কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল মুচে দিয়ে কম্পিউটারের গতি বৃদ্ধি করুন (কোন প্রকার সফটওয়্যার ছারা)
কম্পিউটারের গতি বৃদ্ধি করতে হলে বেশি Ram এর বিকল্প নেই। কিন্তু যাদের অল্প ram রয়েছে, কিংবা কম্পিউটার বেশ পুরোনো হয়েছে, তাদের কী হবে? আবার শুধু বেশি ram থাকলে হবে না কম্পিউটার ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে, খুব বেশি প্রোগ্রাম ইনস্টল করলে যেকোনো কম্পিউটার ক্রমে ধীরগতিসম্পন্ন হয়ে যাবে। কাজ করার সময় Temp এবং Recent অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। সেগুলো প্রত্যেক দিন কষ্ট করে মুছতে হয়।একষ্ট দুর করার জন্য আপনি নোট প্যাড কাজে লাগাতে পারেন। প্রথমে Start-Programs-Accessories-Notepad ওপেন করুন এবং নিচের লেখা কপি-পেষ্ট করুন
@del /F/S/Q %temp%
@del /F/S/Q %windir%\temp
@del /F/S/Q "C:\Documents and Settings\user name\Recent"
@Echo off
Echo.
Echo Complete
Echo.
pause
exit
user name এর জায়গাতে আপনার ইউজার নেম লিখুন। নিচের ছবির মত করে দেখুন
এবার ফাইলটি Delete unnecessary.bat নামে সেভ করুন। এবার টেম্প ও রিসেন্ট ফাইল মুছার জন্য শুধু Delete unnecessary.bat এ ডাবল ক্লিক করে চালু করুন।
সাধারণত নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার কম্পিউটারটির গতি বৃদ্ধি করতে পারেন।
আপনার কম্পিউটারের Ram এর গতি বৃদ্ধি করতে নিচের টিপসৃটি দেখুন:
Strat- Run এ গিয়ে tree লিখে এন্টার চাপুন কম করে হলে ও ১০ থেকে ১৫ বার।
আসা করি আপনাদের এই লেখাটি ভাল লেগেছে
vai apnake ki bole j thanks dibo..........tuhin
ReplyDelete