ডিভি- লটারি ২০১২ ভিসার সময়সূচি ঘোষণা করা হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনে আগ্রহী মানুষের সংখ্যা নেহাত কম নয়৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ থাকে৷ ২০১০ সালে এশিয়ার মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ এই লটারি জয় করেন৷আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ডিভি-২০১২ লটারি ভিসার আবেদন গ্রহণের কার্যক্রম৷ অনলাইনে এই কার্যক্রম চলবে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত৷ ডিভি ২০১২ লটারি ভিসায় অংশহগ্রহণে আগ্রহীদেরকে এই সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে৷ মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার কোন প্রিন্ট করা বা হাতে লেখা ডিভি রেজিস্ট্রেশন ফর্ম গ্রহণ করা হবেনা৷ ডাক মারফতও এই কার্যক্রমে অংশ নেবার সুযোগ নেই৷ তাই, ডিভির জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে৷
শুধু তাই নয়, নির্ধারিত সময়সীমার শুরুর দিকেই আগ্রহীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে মার্কিন দপ্তর৷ কেননা, শেষের দিকে অধিক মানুষ একসঙ্গে রেজিস্ট্রেশন করতে গেলে ওয়েবসাইটের গতি কমে যায়৷ তবে, কোন ব্যক্তির আবেদন ঠিকঠাক জমা পড়লো কিনা তা জানারও ব্যবস্থা রয়েছে ডিভি লটারির আনুষ্ঠানিক ওয়েবসাইটে৷
ডিভি-২০১২ এর জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন বাড়তি খরচের ব্যাপার নেই৷ তবে, অনেক সংস্থা রেজিস্ট্রেশন ফর্ম পূরণের জন্য টাকা নিয়ে থাকে৷ কিন্তু কোন সংস্থাই ভিসা লটারি কার্যক্রমকে প্রভাবান্বিত করার ক্ষমতা রাখেনা৷ তাই, কেউ যদি এই লটারি পাইয়ে দেবার আগাম আশ্বাস দেয়, সেটি সম্পূর্ণই প্রতারণা৷
মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে কম মানুষ পাড়ি জমিয়েছে, সেসব দেশের নাগরিকেরাই এই ভিসা কার্যক্রমে অংশ নিতে পারবেন৷ প্রতিবছর গড়ে ৫৫ হাজার মানুষকে লটারির মাধ্যমে অভিবাসনের জন্য বাছাই করা হয়৷ আবেদনযোগ্য দেশের তালিকায় এবারও বাংলাদেশের নাম রয়েছে৷
0 comments: