চাকরির জন্য ইন্টারভিউ কল পেয়েছেন। এক্সাইটেড লাগছে, আবার টেনশনও হচ্ছে। পাশাপাশি চিন্তা করছেন কিভাবে ইন্টারভিউ হ্যান্ডেল করলে বাজিমাত করতে পার...

ইন্টারভিউর এর প্রস্তুতি, সাধারণ টিপস্

4:13:00 PM Mainuddin 2 Comments

চাকরির জন্য ইন্টারভিউ কল পেয়েছেন। এক্সাইটেড লাগছে, আবার টেনশনও হচ্ছে। পাশাপাশি চিন্তা করছেন কিভাবে ইন্টারভিউ হ্যান্ডেল করলে বাজিমাত করতে পারবেন। আপনার সব সংশয় দূর করার কিছু কৌশল নিয়ে আজকের পোস্ট।




বায়োডাটা


-সবার আগে একটা প্রপার কাভারিং লেটার তৈরি করুন।


-বায়োডাটার ফ্রন্ট বড় রাখুন, যাতে আপনার পরিচিতি পরিষ্কারভাবে পড়া যায়।


-প্রতিটা শব্দের বানান ঠিক রাখবেন। ব্যাকরণের প্রয়োগে যেন কোনো ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবেন। টাইপিং মিস্টেক করবেন না।


-বায়োডাটাতে সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস দিতে ভুলবেন না। বাড়ির ঠিকানা, ফোন নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস যেন পরিষ্কারভাবে লেখা থাকে।


-বায়োডাটায় যথাযথ অবজেক্টিভ লিখুন। এমন অবজেক্টিভ লিখবেন যেন একবার দেখলেই আপনার স্কিল, জব এক্সপিরিয়েন্স, এডুকেশন বোঝা যায়। বায়োডাটায় এডুকেশন্স এবং জব এক্সপিরিয়েন্স সেকশন হাইলাইট করুন।


-আগে কোথাও কাজ করে থাকলে সেগুলোর ডিটেলও যেন বায়োডাটাতে থাকে। আপনার কোনো ব্যক্তিগত বা প্রফেশনাল অ্যাচিভমেন্ট থাকলে বায়োডাটায় মেনশন করবেন।

পোশাক-আশাক


-যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেটা মাথায় রেখে পোশাক নির্বাচন করুন। ম্যানেজমেন্ট পজিশন হলে ছেলেদের জন্য স্যুট-টাই পারফেক্ট। চাকরির ধরণ অনুযায়ী মেয়েদের পোশাক অনেকটাই নির্ভর করে। মেয়েরা ফর্মাল প্যান্টের সঙ্গে ফর্মাল শার্ট পরতে পারেন। শাড়িও পড়তে পারেন। তবে অবশ্যই মানানসই শাড়ি পরা জরুরি। জুয়েলারি একদম মিনিমাম রাখুন। স্মার্ট জুতা পরা বাধ্যতামূলক। অন্য পোস্টের জন্য হলে ছেলেরা ট্রাউজারের সঙ্গে ফুল স্লিভস শার্ট পরতে পারেন। পায়ে অবশ্যই যেন ফর্মাল স্যু থাকে। স্পোর্টস ইন্টারভিউতে একদম বেমানান। মেয়েরা সালোয়ার বা শাড়িতে নিজেকে প্রেজেন্ট করতে পারেন।


-ইন্টারভিউতে কখনো ডেনিম পরে যাবেন না। টাইট পোশাক না পরাই ভালো। ছেলেরা চেইন, ব্রেসলেট বা অন্য কোনো জুয়েলারি পণ্য পরবেন না।


-ইন্টারভিউতে ফ্ল্যাশি বা লাইড কালারের জামা-কাপড় পরবেন না। ছেলেরা নেভি ব্লু, গ্রে, ব্লাক রংয়ের পোশাক পরতে পারেন। মেয়েদের জন্য সাদা বা হালকা প্যাস্টেল শেডের পোশাক পারফেক্ট।


-মেয়েদের ক্ষেত্রে মেকআপ খুব গুরুত্বপূর্ণ। এমন বেস ব্যবহার করুন যা আপনার স্কিন টোনের সঙ্গে ম্যাচিং করে। আইলাইনার এবং কাজল ব্যবহার করতে পারেন। ইন্টারভিউতে সবুজ, নীল, গ্রে কনট্যাক্ট লেন্স পরবেন না। হালকা শেডের লিপস্টিক ব্যবহার করুন।


বডি ল্যাঙ্গুয়েজ


-যে কোনো পরিস্থিতিতে ফার্স্ট ইমপ্রেশন খুব জরুরি। ইন্টারভিউতে যেহেতু অনেকটা কমিউনিকেশন ননভার্বাল হয়, সেহেতু বডি ল্যাঙ্গুয়েজের ওপর নজর দেওয়া দরকার। ইন্টারভিউ রুমে যখন ঢুকবেন উৎসাহ-উদ্দীপনা দেখাবেন। যতটা সম্ভব ফ্রি থাকবেন। নার্ভাসনেস দেখাবেন না।


-ডান হাতটা ফ্রি রাখবেন যাতে কেউ হ্যান্ডশেক করতে চাইলে আপনার অসুবিধা না হয়। হ্যান্ডশেকের গ্রিপ যেন ফার্ম হয়। বেশি জোরে হ্যান্ডশেক করবেন না।


-নিজেকে ইন্ট্রোডিউস করার সময় ঠোঁটে একটা হালকা হাসি রাখবেন। তবে বেশি জোরে হাসবেন না। কাম এবং কম্পোজড থাকার চেষ্টা করবেন।


-বসার সময় এমন একটা পশ্চার অ্যাডাপট করুন যে, দেখলে মনে হয় স্টাডি এবং একসঙ্গে যথেষ্ট রিলাক্সড। সোজা হয়ে বসুন, ঝুঁকে বসবেন না। বেশি এগিয়ে বসবেন না, না হলে আপনাকে টেনশড মনে হবে। হাত চেয়ারের আর্মরেস্টে রাখুন। কখনো হ্যান্ড ক্রস করে বসবেন না, এতে আপনাকে ডিফেন্সিভ মনে হতে পারে। কথা বলতে বলতে দুলবেন না।


-ইন্টারভিউয়ারের সঙ্গে আই কন্ট্যাক্ট মেনটেইন করুন। এতে কনভার্সেশন কন্ট্রোল করতে সুবিধা হবে। পাশাপাশি প্রশ্নকর্তার মনোভাবও বুঝতে পারবেন।


আচার ব্যবহার


-ইন্টারভিউতে সময়মতো পৌছানো জরুরি। কোনোভাবেই দেরি করবেন না। এতে বাজে ইম্প্রেশন হয়।


-ইন্টারভিউয়র শুরুতে সবাইকে উইশ করতে ভুলবেন না। ইন্টারভিউ শেষে ধন্যবাদ জানাবেন।


-যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার পুরো কথা শুনবেন এবং তিনি যা জানতে চাইছেন কেবল তারই উত্তর দিবেন। আজেবাজে কথা বলে নিজের এবং অন্যের সময় নষ্ট করবেন না।


-আপনার কোনো প্রশ্ন থাকলে কেয়ারফুলি জিজ্ঞাসা করবেন। দেখবেন যেন ইন্টারভিউয়ার আপনার প্রশ্নকে অতিরিক্ত কিউরিওসিটি মনে না করেন। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

2 comments:

  1. @এইচ কবির
    স্বাগতম
    ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

    ReplyDelete