10:58:00 AM
নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সাড়া জাগানো ফোনগুলোর মাঝে আইফোন অন্যতম। নতুন ও অসাধারণ সব প্রযু্ক্তি ও ডিজাইন এনে অ্যাপল একের পর এক বিস্ময় উপহার দ...
10:58:00 AM
কেমন হবে দেখতে আইফোন-৫!!!


নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সাড়া জাগানো ফোনগুলোর মাঝে আইফোন অন্যতম। নতুন ও অসাধারণ সব প্রযু্ক্তি ও ডিজাইন এনে অ্যাপল একের পর এক বিস্ময় উপহার দিয়েই যাচ্ছে। এতে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেমন হতে যাচ্ছে এর পরের আইফোন? নতুন কী থাকছে এতে? চলুন তাহলে দেখে নেয়া যাক আইফোন ৫। এটাই হতে যাচ্ছে আইফোনের পরবর্তী সংস্করণ। বরাবরের মতো অ্যাপলের সেই ইউনিক ডিজাইন ও বিস্ময়কর প্রযুক্তি নিয়েই আসছে ফোনটি। এর ডিজাইনে গত ৪টি আইফোন থেকে বেশ পরিবর্তন করা হয়েছে। মূলত ফোনটির দুপাশ ও ডিসপ্লে সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। এটা পরিবর্তন করা হয়েছে মূলত আইফোন ৪ এ পাওয়া অসংখ্য অভিযোগের কারণে। পাশে হাত দিয়ে কথা বললে সিগনাল পেতে সমস্যা হতো, তাছাড়া কিছু কিছু ফোনের ডিসপ্লেতেও হলুদ রঙের স্পট লক্ষ্য করা গিয়েছিল, যা ফোনটার চেহারাই নষ্ট করে দিত। এসব বিবেচনা করেই এবার এই বড় পরিবর্তন। আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল এর আকার। আইফোন ৪ একটু বেশিই চারকোণা আকৃতির হওয়ার কারণে অনেকেই তা পছন্দ করেনি। তাদের কথা চিন্তা করেই এবার ফোনটির আকৃতিতেও পরিবর্তন আনা হচ্ছে। সঙ্গে পেছনের ডিজাইনটিও হবে আগের আইফোনগুলো থেকে আলাদা। এই ফোনের আরেকটি বৈশিষ্ট্য হল এবার ফোনটি আসছে পুরো ৮টি রঙে! আইফোন ৪ প্রচলিত কালো ছাড়াও সাদা রঙে আসায় ক্রেতাদের মাঝে বেশ আগ্রহ দেখা দেয়। এজন্যই অ্যাপল এ সিদ্ধান্ত নেয়। এবার যে কেউ তার ব্যক্তিগত রুচি অনুযায়ী বেছে নিতে পারবেন তার আইফোনের রং ও। তবে জানা গেছে, এবার আইফোনের ক্যামেরার কোয়ালিটিতে ব্যাপক পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাপল। হয়তো এবার ৮-১২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরাও দেখা যেতে পারে আইফোন ৫-এ। সেই সঙ্গে একটি শক্তিশালী ফ্ল্যাশ। তবে সে ব্যাপারে অ্যাপল এখনও পরিষ্কারভাবে কিছু জানায়নি। আর আইফোন ৫টি চলবে অ্যাপলেরই নিজস্ব আইওএস’র সাহায্যে যা আইফোন ৪ এ প্রথম দেখা যায়। আইওএসকেও আগের থেকে ব্যবহার-বান্ধব, শক্তিশালী ও সহজ করা হচ্ছে। আইফোনটি পাওয়া যাবে ৮জিবি, ১৬জিবি এবং ৩২জিবি-তে। এর পরবর্তী ভার্সনে ৬৪জিবি আনার কথাও ভাবছে অ্যাপল। তাছাড়া আইফোন ৪ এ যেসব ছোটখাটো সমস্যা দেখা দিয়েছিল তার সবগুলোরই সমাধান করা হবে আইফোন ৫-এ। এবার দেখা যাক আইফোন ৫ কতটুকু সারা জাগাতে পারে!
0 comments: