প্রাণী সংরক্ষণ বিষয়ক এনজিও প্রতিষ্ঠান ফ্লোরা এন্ড ফনা ইন্টারন্যশাল মায়ানমারের প্রত্যন্ত অঞ্চলে উল্টোনাকের এক বানর প্রজাতির সন্ধান পেয়েছে। ...

উল্টোনাকের বানরের খোঁজ মিলেছে!!!

2:03:00 PM Mainuddin 0 Comments

প্রাণী সংরক্ষণ বিষয়ক এনজিও প্রতিষ্ঠান ফ্লোরা এন্ড ফনা ইন্টারন্যশাল মায়ানমারের প্রত্যন্ত অঞ্চলে উল্টোনাকের এক বানর প্রজাতির সন্ধান পেয়েছে। বৃষ্টি হলে এই বানরগুলো হাঁচি দেওয়া শুরু করে, আর বৃষ্টির পানি থেকে রেহাই পাওয়ার জন্য তারা পুরো বৃষ্টির সময় মাথা দুই হাটুর মাঝে লুকিয়ে রাখে। খবর টেলিগ্রাফ অনলাইনের।



ফ্লোরা এন্ড ফনা ইন্টারন্যশাল-এর গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, উল্টোনাকের এই বানরগুলোর উচ্চতা প্রায় দুই ফুট। লেজ এর দৈর্ঘ্য উচ্চতার চেয়েও বেশী। সম্পূর্ণ ঠোট আর নাক বিশেষভাবে উপরের দিকে উঠানো। উপরের দিকে ওঠানো নাকওয়ালা বানরের মধ্যে এটিই সবচেয়ে বড়ো।


গবেষকরা এই বানরের খাদ্যভাস বিষয়ে জানিয়েছেন, এই কালো বানররা সাদা রুটি খায়। তবে এই বানরের বিশেষ বৈশিষ্ট্য হলো বৃষ্টি হলেই হাঁচি দেয়া শুরু করে এবং শিকার করতে দেখলেই প্রচণ্ড শব্দ করতে শুরু করে।


জানা গেছে, রিনোপিথাকাস স্ট্রাইকেরি প্রজাতির এই বানরগুলোর মুখ উপরের দিকে উঠানো। এদের বসবাস  সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উপরে  হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে।


সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, জাতিসংঘের  হিসেব অনুযায়ী এরা বিপন্নপ্রায় প্রজাতীর তালিকায় আছে। বিশ্বে এ প্রজাতীর কেবল ২৬০ থেকে ৩৩০টি বানরই টিকে আছে।

সূত্র বিডিনিউজ

0 comments: