মানুষের মতো প্রাণীরাও স্বাধীনচেতা
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই তত্ত¡ অনুসারে ‘স্বাধীনচেতা’ শব্দটিকে নতুন করে সংজ্ঞায়িত করার প্রয়োজন পড়বে। গবেষণায় দেখা গেছে, প্রাণীদের আচরণ সম্পূর্ণ বাধাগ্রস্ত নয় আবার মানুষের মতো এতো বেশি স্বাধীনচেতাও নয়।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রসিডিংস অফ দ্যা রয়্যাল সোসাইটি বি সাময়িকীতে।
গবেষকরা বলেন, ‘পছন্দসই’ বিষয়টি যখন জটিল সম্ভাব্যতার জন্য মানানসই হয় মানুষের ক্ষেত্রে সেটি পছন্দসই না থেকে বুদ্ধিমত্তাসম্পন্ন সিদ্ধান্ত হিসেবে দাঁড়িয়ে যায়। এই দার্শনিক বিতর্কটির একটি সমাধান দাঁড় করিয়েছেন বার্লিন ফ্রি ইউনিভার্সিটর গবেষক বোর্য়েন ব্রেম্বস। তিনি তার মতের পক্ষে নিউরোবায়োলজি ব্যবহার করেছেন।
সূত্র : বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments: