৫ ডিসেম্বর, ১৯৭১
১৯৭১ সালের ৫ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অধিবেশন বসে। এতে সোভিয়েত ইউনিয়ন একটি প্রস্তাব উত্থাপ করে। সেই প্রস্তাবে বলা হয় পূর্ব পাকিস্তানে এমন এক রাজনৈতিক নিষ্পত্তি প্রয়োজন যার ফলে চলমান সংকট নিশ্চিতভাবে অবসান ঘটবে। প্রস্তাবে আরো বলা হয়েছিল যে, পাক বাহিনীর যে সহিংসতার দরুন পরিস্থিতির অবনতি ঘটছে তাও অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে একমাত্র পোল্যান্ড প্রস্তাবটি সমর্থন করে। চীন বাদে নিরাপত্তা পরিষদের অন্য সকল সদস্য ভোটদানে বিরত থাকে। চীন ভোট দেয় বিপক্ষে।৫ ডিসেম্বর আরও আটটি দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের পক্ষে নিরাপত্তা পরিষদে আরও একটি প্রস্তাব উত্থাপিত হয়। এই প্রস্তাবের মর্ম পূরবর্তী মার্কিন প্রস্তাবের অনুরূপ হওয়ায় সোভিয়েত ইউনিয়ন তার দ্বিতীয় ভেটো প্রয়োগ করে।
0 comments: