স্বাগতম ২০১১ <> নববর্ষের শুভেচ্ছা
ইংরেজী নববর্ষ ২০১১ উপলক্ষে প্রিয় বন্ধু, পাঠক-পাঠিকা,শুভানুধ্যায়ী এবং আপনারা সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা
নতুন বছর হোক আমাদের রাষ্ট্রীয় স্থিতিশীলতার বছর
আজ ১ জানুয়ারি ২০১১। ইংরেজি বছরের প্রথম দিন। গতানুগতিক ধারায় বলতে হয় পুরনো বছরের গ্লানি দূর করে নতুনকে আবাহন করার আহবান। কালের গর্ভে হারিয়ে গেলো আরেকটি বছর। মহাকালের অনন্ত প্রবাহে নতুন বছর আমাদের জীবনে আনে নবীনের আস্বাদ। আমরা নতুন করে জাগরিত হই। নতুন বছর মানেই অমিত সম্ভাবনার দিন। নতুন সম্ভাবনা বাস্তবায়নের জন্যই যেন আসে নতুন বছর।
আজ সকালের সূর্য মানেই নতুন বছরের নতুন দিন। বিগত দিনের ব্যর্থতা, গ্লানি মুছে নতুন করে শুরু হয় জীবনের আবাহন। ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের অনেক এলাকায ইংরেজি নববর্ষ উদযাপন শুরু হয়। উৎসবে মেতে ওঠে তরুণ-তরুণীরা।
নতুন বছরের কাছে আমাদের প্রত্যাশা অনেক। বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজটের সমাধান মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও পারস্পরিক অসহিষ্ণুতা পরিহার করে দেশ পরিচালনায় সরকার ও বিরোধী দলের সমঝোতা আমাদের নতুন বছরের প্রত্যাশা। দুর্নীতি আমাদের জীবনের বিস্তৃত মরণব্যাধিতে পরিণত হয়েছে। এ থেকে মুক্তি আমাদের নতুন বছরের প্রত্যাশা।
0 comments: