কি খবর বন্ধুরা অনেক দিন পর আপনাদের মধ্যে পোষ্ট নিয়ে আসলাম। আসা করি সবাই ভাল আছেন!!! আজ আমি আপনাদের সাথে মাত্র ২মেগাবাইটের একটি অসাধারণ  ফ্র...

চমৎকার একটি ফ্ল্যাশ অ্যানিমেশন তৈরী করার সফটওয়্যার ডাউনলোড করুন

11:43:00 PM Mainuddin 2 Comments

কি খবর বন্ধুরা অনেক দিন পর আপনাদের মধ্যে পোষ্ট নিয়ে আসলাম। আসা করি সবাই ভাল আছেন!!!
আজ আমি আপনাদের সাথে মাত্র ২মেগাবাইটের একটি অসাধারণ  ফ্রী সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে খুব সহজে বেশ ভালো মানের অ্যানিমেশন তৈরি করা যায়। নতুন যারা স্বল্প শ্রম ব্যয়ে স্বল্প সময়ে অধিকতর ভালো অ্যানিমেশন তৈরী করতে চান তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। সফটওয়্যারটির বাম দিকের অল্প কিছু অপশন দিয়ে সহজে তৈরী করা যায় আর্কষনীয় সব অ্যানিমেশন। তিনটি ফরম্যাটে অ্যানিমেশন সংরক্ষণ করা যায় .swf , .gif এবং , .avi । আপনি চাইলে ওয়েব লিঙ্কসও যুক্ত করতে পারেন। অনেক গুলো টেক্স ইফেক্টের সংগ্রহ দেখতে পারবেন সফটওয়্যারটিতে। কাজের ফাকে ফাকে প্রিভিউ দেখে নেওয়ার সুবিধা যুক্ত আছে। চলুন দেখা যাক কিছু কি ফিচার-
  • শক্তিশালী ফ্ল্যাশ অ্যানিমেশন সফটওয়্যার যেটা দিয়ে ফ্ল্যাশ ইনট্রো,ই-কার্ড,অ্যানিমেশন তৈরী করা যায়।
  • ওয়েবসাইটে ব্যবহার উপযোগী ও ওয়েব লিঙ্কস যুক্ত করার সুবিধা।
  • কোন প্রকার ফ্ল্যাশ বা অ্যাকশন স্ক্রিপ্ট জানার প্রয়োজন নেই।
  • উইজার্ড স্টাইল ইন্টারফেস।
  • বহু সংখ্যক টেক্সট ইফেক্ট,ব্যাকগ্রাউন্ড ইফেক্ট,সাউন্ডস,কাস্টমাইজেবল রং সহ আরো অনেক কিছু।
  • সফটওয়্যারটির ডেভলপাররা আজীবন ফ্রী আপগ্রেডের সুবিধা দিচ্ছে।
সফটওয়্যারটির বিভিন্ন অংশের স্ক্রীনশট দেওয়া হল-
মূল এবং প্রিভিউ ছবি
মুভি তৈরি করার অপশন্স
ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এবং অন্যান্য
অ্যানিমেটেড এবং স্ট্যাটিক টেক্সট ইফেক্ট
ওয়েব লিং যুক্তের বিভিন্ন অপশন্স

2 comments: