অগ্নি ভৌতিক বালিকা (ফটোশপ টিউটোরিয়াল)
প্রিয় বন্ধু ও ভিজিটর আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন সবাই।
অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম ফটোশপ টিউটোরিয়াল আপনাদের জন্য থাকছে “অগ্নি ভৌতিক বালিকা” তৈরি করা। খুবই ভয়ংকর ও মজার প্রজেক্টস।
তবে শুরু করার আগে এই যাগায় ক্লিক করে প্রয়জনিয় ছবি ডাউনলোড করে নিন
শুরু করার আগে আজ কি তৈরি করবেন এক নজর নীচের ছবি দেখে নিন।
তাহলে চলুন শুরু করি, টিউটোরিয়ালটি……..
অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম ফটোশপ টিউটোরিয়াল আপনাদের জন্য থাকছে “অগ্নি ভৌতিক বালিকা” তৈরি করা। খুবই ভয়ংকর ও মজার প্রজেক্টস।
তবে শুরু করার আগে এই যাগায় ক্লিক করে প্রয়জনিয় ছবি ডাউনলোড করে নিন
শুরু করার আগে আজ কি তৈরি করবেন এক নজর নীচের ছবি দেখে নিন।
তাহলে চলুন শুরু করি, টিউটোরিয়ালটি……..
ধাপ- ১
- একটি নতুন ডকুমেন্ট নিন, সাইজ হবে 770px * 1100px ও কালার হবে কালো।
- এবার ডাউনলোড ফাইলগুলো মধ্যে নিচের দেয়া ছবিটিও আছে। ছবিটি ফটোশপে নিন ও Lasso Tool দিয়ে মুখের অংশ কেটে নিন।
- এবার সিলেকশান করা অংশটি Move Tool দিয়ে নতুন নেয়া ডকুমেন্টে নিয়ে আসুন ও মুখটি ডকুমেন্টের মাঝখানে রাখুন।
- এবার আমরা ছবির উপরে থাকা এ্যারো চিহ্ন দিয়ে দেখানো অংশগুলো মুছে ফেলব।
- এজন্য “Spot Healing Brush Tool” টি নিয়ে কালো দাগগুলো মুছে দিন।
- এবার Smudge Tool টি নিয়ে স্ক্রীণের উপর smooth করুন।
- এবার Sharpen Tool দিয়ে চিহ্নত অংশটুকুতে smooth করুন। এক্ষেত্রেaround= 30% নিন।
ধাপ- ২
- এবার face layer টির উপর নিচের মতো করে adjustment করুন।
Black and White
Levels
- তাহলে নিচের মতো হবে।
- এবার মাথা পিছনে কিছু মেঘ তৈরি করুন।
- এবার তৈরি করা মেঘের লেয়ারটিকে ডুফলিকেট করুন ও নিচের দিকে নিয়ে কম্প্রেড করুন।
- এবার soft black brush ব্যবহার করে মাটিতে কিছু মেঘ আঁকুন।
ধাপ- ৩
- এবার face layer টি সিলেক্ট করে plaster texture টির উপরে টেনে নিন।
- এবার সিলেক্ট করা অংশটুকু কপি করে face লেয়ারটির উপর নিয়ে পেষ্ট করুন।
- এবার লেয়ার প্যালেট থেকে blending mode >>> “overlay” নির্বাচন করুন।
- এবার soft eraser টুল দিয়ে চুল ও চোখের অংশ পরিষ্কার করুন।
- এবার নিচের মতো করে টেক্সচার লেয়ারটির কালার ঠিক করেন।
Black and White
Levels
ধাপ- ৪
- এবার Lasso Tool নিয়ে অপশন বার থেকে feathere দিন 20-30px
- এবার নিচের মতো করে সিলেকশান করুন।
- এবার সিলেক্ট করা অংশটি কপি করে আমাদের মূল ইমেজের উপর পেষ্ট করুন।
- এবার নিচের মতো করে মাথার উপর রাখূন ও soft brush দিয়ে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলুন।
- এবার আগুনের লেয়ারটির কালার কারেকশান করুন।
- এবার নিচের মতো করে আবারও আগুনের ছবিটি থেকে সিলেক্ট করুন।
- এবার এটিকে কপি করে মূল ইমেজের আগের দেয়া আগুনের নিচে পেষ্ট করুন ও নিচের মতো করে কালার ঠিক করুন।
- এবার soft eraser টুল দিয়ে অতিরিক্ত অংশ মুছে ফেলুন।
ধাপ- ৫
- আবারও আগুনের ছবিটিতে যান ও নিচের মতো করে সিলেক্ট করুন।
- এবার একে কপি করে মূল ইমেজে নিয়ে আসুন ও নিচের মতো করে সেটিং করুন।
- এজন্য Filter >>> Liquify এ গিয়ে নিচের মতো করে করুন।
- এবার warp tool টি দিয়ে চিহ্নিত স্থানে শেড তৈরি করুন।
- এবার একে নিচের মতো করে যুক্ত করুন।
- এবার তৈরি করা আগুনের এই চিকন চুলটিকে অনেকগুলো ডুফলিকেট করে বিভিন্ন সাইজ করে সাজান নিচের মতো করে।
ধাপ- ৬
- এবার আবার plaster texture টিতে যান ওquick selection tool দিয়ে নিচের মতো করে সিলেক্ট করুন।
- এবার“Edit > Define Brush Preset” এ যান।
- এবার নিচের মতো করে সেটিং করুন।
Shape Dynamics
Scattering
Other Dynamics
- এবার মূল ইমেজের plaster texture layer টিতে গিয়ে উক্ত ব্রাশ দিয়ে চিহ্নত স্থানটি মুছুন।
ধাপ- ৭
- এবার ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে ডুফলিকেট করুন।
- এবার Filter >>>Noise >>>Reduce Noise গিয়ে নিচের মতো করে সেটিং করুন।
- আপনার কাজ শেষ। এবার আপনি ইচ্ছা করলে কিছু রং দিয়ে ইমেজটিকে আরও আকষর্ণী করে তুলতে পারেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন্তব্য করতে ভূলবেন না!!!
জটিল মঈন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ReplyDeleteঅসাধারণ ভাই দারুন হয়েছে...
ReplyDeleteআপনার পরের পোষ্টের অফেক্ষায়া আছি...
মঈন ভাই চসৎকার হয়েছে আসা করি এ রকম আরো জটিল জটিল টিপস দিবেন!
ReplyDeleteThanks
ReplyDelete