প্রিয় বন্ধু ও ভিজিটর আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন সবাই। অনেক দিন পর আপনাদের জন্য ...

অগ্নি ভৌতিক বালিকা (ফটোশপ টিউটোরিয়াল)

9:44:00 PM Mainuddin 4 Comments

প্রিয় বন্ধু ও ভিজিটর আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন সবাই।
অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম ফটোশপ টিউটোরিয়াল আপনাদের জন্য থাকছে “অগ্নি ভৌতিক বালিকা” তৈরি করা। খুবই ভয়ংকর ও মজার  প্রজেক্টস। 


তবে শুরু করার আগে এই যাগায় ক্লিক করে প্রয়জনিয় ছবি ডাউনলোড করে নিন


শুরু করার আগে আজ কি তৈরি করবেন এক নজর নীচের ছবি দেখে নিন।

plaster face flatten1 490x700 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)



তাহলে চলুন শুরু করি, টিউটোরিয়ালটি……..

ধাপ- ১


  • একটি নতুন ডকুমেন্ট নিন, সাইজ হবে 770px * 1100px ও কালার হবে কালো।
  • এবার ডাউনলোড ফাইলগুলো মধ্যে নিচের দেয়া ছবিটিও আছে। ছবিটি ফটোশপে নিন ও Lasso Tool দিয়ে মুখের অংশ কেটে নিন।
1 select 500x352 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার সিলেকশান করা অংশটি Move Tool দিয়ে নতুন নেয়া ডকুমেন্টে নিয়ে আসুন ও মুখটি ডকুমেন্টের মাঝখানে রাখুন।
1 paste2 500x618 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার আমরা ছবির উপরে থাকা এ্যারো চিহ্ন দিয়ে দেখানো অংশগুলো মুছে ফেলব।
  • এজন্য “Spot Healing Brush Tool” টি নিয়ে কালো দাগগুলো মুছে দিন।
1 spot healing 500x294 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার Smudge Tool টি নিয়ে স্ক্রীণের উপর smooth করুন।
1 smudge 500x325 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার Sharpen Tool দিয়ে চিহ্নত অংশটুকুতে smooth করুন। এক্ষেত্রেaround= 30% নিন।
1 sharpen 500x283 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
1 effect2 500x631 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)

ধাপ- ২


  • এবার face layer টির উপর নিচের মতো করে adjustment করুন।

Black and White
2 bw1 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
Levels
2 lv ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
2 lv mask 500x609 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • তাহলে নিচের মতো হবে।
2 effect1 500x603 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার মাথা পিছনে কিছু মেঘ তৈরি করুন।
2 render cloud 500x623 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার তৈরি করা মেঘের লেয়ারটিকে ডুফলিকেট করুন ও নিচের দিকে নিয়ে কম্প্রেড করুন।
2 ground 500x522 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • ‌এবার soft black brush ব্যবহার করে মাটিতে কিছু মেঘ আঁকুন।
2 paint shadow 500x197 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
2 effect 2 438x700 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)

ধাপ- ৩


  • এবার face layer টি সিলেক্ট করে plaster texture টির উপরে টেনে নিন।
3 select 500x393 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার সিলেক্ট করা অংশটুকু কপি করে face লেয়ারটির উপর নিয়ে পেষ্ট করুন।
  • এবার লেয়ার প্যালেট থেকে blending mode >>> “overlay” নির্বাচন করুন।
  • এবার soft eraser টুল দিয়ে চুল ও চোখের অংশ পরিষ্কার করুন।
3 paste 500x589 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার নিচের মতো করে টেক্সচার লেয়ারটির কালার ঠিক করেন।

Black and White
3 bw1 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
Levels
3 lv1 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
3 effect3 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)

ধাপ- ৪


  • এবার Lasso Tool নিয়ে অপশন বার থেকে feathere দিন 20-30px
  • এবার নিচের মতো করে সিলেকশান করুন।
4 fire sel 500x448 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার সিলেক্ট করা অংশটি কপি করে আমাদের মূল ইমেজের উপর পেষ্ট করুন।
  • এবার নিচের মতো করে মাথার উপর রাখূন ও soft brush দিয়ে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলুন।
4 erase 500x516 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার আগুনের লেয়ারটির কালার কারেকশান করুন।
4 lv ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
4 lv mask 500x639 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার নিচের মতো করে আবারও আগুনের ছবিটি থেকে সিলেক্ট করুন।
4 sel 2 500x241 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার এটিকে কপি করে মূল ইমেজের আগের দেয়া আগুনের নিচে পেষ্ট করুন ও নিচের মতো করে কালার ঠিক করুন।
4 fire 2 lv mask ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার soft eraser টুল দিয়ে অতিরিক্ত অংশ মুছে ফেলুন।
4 paste fire 2 500x602 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
4 paint cloud1 500x651 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)

ধাপ- ৫


  • আবারও আগুনের ছবিটিতে যান ও নিচের মতো করে সিলেক্ট করুন।
5 sel small ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার একে কপি করে মূল ইমেজে নিয়ে আসুন ও নিচের মতো করে সেটিং করুন।
  • এজন্য Filter >>> Liquify এ গিয়ে নিচের মতো করে করুন।
  • 5 liqui setting ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা) 
  • এবার warp tool টি দিয়ে চিহ্নিত স্থানে শেড তৈরি করুন।
5 liqu ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার একে নিচের মতো করে যুক্ত করুন।
5 attach 500x309 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার তৈরি করা আগুনের এই চিকন চুলটিকে অনেকগুলো ডুফলিকেট করে বিভিন্ন সাইজ করে সাজান নিচের মতো করে।
5 dup 500x602 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)

ধাপ- ৬


  • এবার আবার plaster texture টিতে যান ওquick selection tool দিয়ে নিচের মতো করে সিলেক্ট করুন।
6 sel 500x366 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার“Edit > Define Brush Preset” এ যান।
6 define1 500x641 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার নিচের মতো করে সেটিং করুন।
Shape Dynamics
5 shape dyn ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
Scattering
5 scatter ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
Other Dynamics
6 other dyn1 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • এবার মূল ইমেজের plaster texture layer টিতে গিয়ে উক্ত ব্রাশ দিয়ে চিহ্নত স্থানটি মুছুন।
6 erase 500x310 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
6 paint around 500x635 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)

ধাপ- ৭


  • এবার ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে ডুফলিকেট করুন।
  • এবার Filter >>>Noise >>>Reduce Noise গিয়ে নিচের মতো করে সেটিং করুন।
7 red no ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
7 effect1 494x700 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)
  • আপনার কাজ শেষ। এবার আপনি ইচ্ছা করলে কিছু রং দিয়ে ইমেজটিকে আরও আকষর্ণী করে তুলতে পারেন।
plaster face flatten1 490x700 ফটোশপের কারুকাজ পর্ব ১০ (অগ্নি ভৌতিক বালিকা)

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন্তব্য করতে ভূলবেন না!!!

4 comments:

  1. জটিল মঈন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    ReplyDelete
  2. অসাধারণ ভাই দারুন হয়েছে...
    আপনার পরের পোষ্টের অফেক্ষায়া আছি...

    ReplyDelete
  3. মঈন ভাই চসৎকার হয়েছে আসা করি এ রকম আরো জটিল জটিল টিপস দিবেন!

    ReplyDelete