দীর্ঘ আড়াই বছরের  অফেক্ষার পর শীঘ্রই বাজারে আসছে বাংলাদেশের তৈরি প্রথম কম্পিউটার!!! দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ ও নেটবুক কম্পিউটার ‘ দ...

শীঘ্রই বাজারে আসছে বাংলাদেশের তৈরি প্রথম কম্পিউটার!!!

11:02:00 AM Mainuddin 7 Comments

দীর্ঘ আড়াই বছরের  অফেক্ষার পর শীঘ্রই বাজারে আসছে বাংলাদেশের তৈরি প্রথম কম্পিউটার!!!

http://s.techtunes.com.bd/tDrive/tuner/nasif123/86210/283215_168677623200592_154385854629769_368107_6580222_n.jpg

185386 174476099287411 154385854629769 385463 45684 n দেশের তৈরি প্রথম ল্যাপটপ – “দোয়েল ল্যাপটপ” (দাম ও কিছু ছবি)


দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ ও নেটবুক কম্পিউটার ‘দোয়েল’ বাজারে ছাড়ার প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজীউদ্দিন আহমেদ রাজু বলেছেন, এখন প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই বিক্রি শুরু হবে।
“এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য আবেদন পাঠানো হয়েছে। তিনি অনুমোদনদিলেই দ্রুত বাজারজাত করা হবে এই ল্যাপটপ।”
এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাতে না পারলেও মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন। সফরের আগে বা পরে ল্যাপটপটি উদ্বোধন করা হবে।”
“গত আড়াই বছর ধরে এ ল্যাপটপ বাজারজাত করার জন্য কাজ চলছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা,” যোগ করেন মন্ত্রী।

তবে ফেসবুক এর ফ্যান  পেইজ থেকে সম্ভাব্য তারিখ বলা  হয়েছে আগামী  ৯ ই  অক্টোবর তিন মেডেলের নেটবুক ও  ১ মেডেল ল্যাপটপ কম্পিউটার বাজারে আসবে বলে জানিয়েছে!

3 models of netbook and one model of laptop will be available as par the current decision..netbook "primary model 2102"- 10000taka netbook "Basic 0703" - 13500taka netbook "standard 2603" - 20500taka laptop "advanced 1612"


 এই ল্যাপটপ বাজারে এলে বিদেশি কোম্পানিগুলো তাদের ল্যাপটপের দাম কমাতে বাধ্য হবে বলেও আশা করছেন রাজু।
এই ল্যাপটপ তৈরির জন্য প্রথামিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের (টেশিস) গাজীপুর কারখানায় গত ১০ জুলাই ‘দোয়েলে’র পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ ও সহযোগিতায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘থিম ফিল্ম ট্রান্সমিশন’ (টিএফটি) এবং কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে টেশিস। ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে দেশেই।

নিচে ছবি দেওয়া হল ল্যাপটপ ও নেটবুক এবং এর কারখানার
ফেসবুক ফ্যান পেজ এর লিঙ্কঃ http://www.facebook.com/DoelLaptopBangladeshttp://www.facebook.com/DoelLaptopBanglades

সকল ছবি ফেসবুকের এই ফ্যান পেইজ থেকে নেওয়া

7 comments:

  1. amra ke sothek somoy pabo ??????????????

    ReplyDelete
  2. ভাল হবে না কিনার পরে নষ্ট হয়ে যাবে?

    ReplyDelete
  3. কোথায় পাওয়া যাবে?

    ReplyDelete
  4. ভাল খবর শেয়ার করার জন্য ধন্যবাদ

    ReplyDelete
  5. সবাই কি ক্রয় করতে পারবে না ছাত্রদের জন্য?

    ReplyDelete
  6. আমি একটা ক্রয় করতে চাই কোথায় পাব????????

    ReplyDelete