বাংলাদেশে চালু হলো অনলাইনে সাধারন ডায়রী করার প্রকল্প। বাংলাদেশ পুলিশের এই সার্ভিসটি চালু করেছে সাধারন মানুষের সুবিধার কথা ভেবে। এখানে পাসপ...

বাংলাদেশে চালু হলো অনলাইনে সাধারণ ডায়েরী বা জিডি!

10:51:00 PM Mainuddin 0 Comments

http://chr.police.gov.bd/images/banner.jpg
বাংলাদেশে চালু হলো অনলাইনে সাধারন ডায়রী করার প্রকল্প। বাংলাদেশ পুলিশের এই সার্ভিসটি চালু করেছে সাধারন মানুষের সুবিধার কথা ভেবে। এখানে পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ দলিল হারানো,গৃহ পারিবারিক, নিয়োগ দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য, ইভ টিজিং, প্রবাসি দের সমস্যা নিয়ে ডায়রী করতে পারবেন।

জরুরী নয়, এমন কিছু বিষয়ের উদাহরণ হচ্ছে:
  1. পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ দলিল হারানো।
  2. বখাটে, মাদক সেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোন অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য (তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন হলে মোবাইল বা অন্য কোন মাধ্যমে সরাসরি ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে হবে)।
  3. ছিনতাইয়ের শিকার ব্যক্তি, যখন নিরাপদ অবস্থানে বা তার আবাসস্থলে আছেন (ছিনতাইকারী গ্রেফতার বা মালামাল উদ্ধারের আশায় জরুরী বা তাৎক্ষনিক পুলিশী সাড়ার প্রয়োজন হলে ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি ফোনে কথা বলতে হবে।
  4. জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা আছে এমন কোন অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য।
  5. গৃহ পারিবারিক, নিয়োগ দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য।
  6. নতুন বা পুরোনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য।

0 comments: