অনেক সময় বিভিন্ন কারনে আমাদের কম্পিউটার, মোবাইল ও পেন ড্রাইভ এর তথ্য  গুলো যে কোন কারনে হারিয়ে যায় অথবা মুচে যায়। তখন আমরা কিভাবে আমাদ...

এখন থেকে আপনার মোবাইলের মেমোরি কার্ড, পেন ড্রাইভ, ও কম্পিউটারের মুছে যাওয়া যে কোন তথ্য খুব সহজে উদ্ধার করুন

11:43:00 PM Mainuddin 0 Comments

 http://www.recover-files.ca/images/recover-deleted-files.jpg
 http://www.stellarinfo.com/stellar-images/file-recovery-img/deleted-file.gif
 http://www.healyourcomputer.com/service/13-54-large/deleted-file-recovery.jpg

অনেক সময় বিভিন্ন কারনে আমাদের কম্পিউটার, মোবাইল ও পেন ড্রাইভ এর তথ্য  গুলো যে কোন কারনে হারিয়ে যায় অথবা মুচে যায়।
তখন আমরা কিভাবে আমাদের   মুছে যাওয়া তথ্য  গুলো উদ্ধার করব, বিস্তারিত  টিউটোরিয়াল নিয়ে আজ আসলাম । ১০০% হারিয়ে যাওয়া তথ্য উদ্দার করুন খুব সহেজ।

 Recuva নামের একটি ডাটা রিকভারি  সফটওয়্যার দিয়ে

প্রথমে নিচের ছবির মতন ইন্সটল করে নিন
  ইন্সটল হয়ে যাবার পরে সফটওয়্যার টি ওপেন করেন। next  এ ক্লিক করুন

এখন আপনি চিন্তা করে দেখুন কোন তথ্য উদ্দার করতে চান? আমি এখানে ধরে নিলাম আপনার মুছে যাওয়া ছবি গুলো কি করে উদ্দার করব। তাই picture সিলেক্ট করে next ক্লিক করুন।
 এখন আপনাকে জিজ্ঞাস করা হবে তথ্য গুলো কথায় থেকে উদ্ধার করবেন মানে কোন জায়গা থেকে আপনি রিকভার করতে চান? আমি একটি পেন ড্রাইভে মুছে যাওয়া তথ্য গুলো উদ্ধার করব। তাই নিচের ছবির মত করুন।


যদি আপনার কম্পিউটারের তথ্য উদ্ধার করতে চান তাহলে শেষ এর অপশন সিলেক্ট করে ড্রাইভ লেটার সিলেক্ট করে দিন।
আপনার তথ্যগুলো যদি অনেক পুরনো হয়ে থাকে মানে। হার্ড ডিস্ক ২/৩ বার ফরম্যাট করে থাকেন তাহলে ডিপ স্ক্যান সিলেক্ট করুন। ডিপ স্ক্যান করলে সময় বেশি লাগবে তবে কাজ ভালো করবে

কাজ হয়ে যাবার পরে নিচের ছবিতে দেখুন এগুলো সব মুছে যাওয়া ছবি। পেন ড্রাইভ থেকে উদ্ধার করে এনেছি!
 

এখন আপনি যেই ছবিটা উদ্ধার করতে চান সেতার উপরে রাইট ক্লিক করে Recover এ ক্লিক করুন এবং save করে রাখুন যেখানে আপনার ইচ্ছা। সব এক সাথেও করতে পারবেন তাহলে সব গুলো সিলেক্ট করতে হবে।








0 comments: