মোবাইল ফোন মস্তিষ্কের ক্যানসার সৃষ্টি করতে পারে- এমর রায় দিয়েছেন ইতালির রাজধানী রোমের একটি আদালত। সম্প্রতি ব্রেইন টিউমারে আক্রান্ত সেদে...

মোবাইল ফোনে মস্তিষ্কের ক্যানসার!!

11:33:00 PM Mainuddin 0 Comments


 মোবাইল ফোন মস্তিষ্কের ক্যানসার সৃষ্টি করতে পারে- এমর রায় দিয়েছেন ইতালির রাজধানী রোমের একটি আদালত। সম্প্রতি ব্রেইন টিউমারে আক্রান্ত সেদেশের এক ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত।

ইনোসেন্তে মারকোলিনি নামে ওই ব্যবসায়ী গত ১২ বছর ধরে প্রতিদিন গড়ে কমপক্ষে ছয় ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করতেন।

মারকোলিনির দাবি, তার ব্রেইন টিউমারের জন্য তার হ্যান্ডসেট দায়ী। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার সৃষ্টিতে মোবাইল হ্যান্ডসেটের প্রভাব থাকার বিষয়টি নিঃসন্দেহে প্রমাণিত নয়।

কিন্তু তারপরও এ রায়ের পর এখন এমন অভিযোগ নিয়ে আদালতে স্মরণাপন্ন হওয়ার হিড়িক পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

0 comments: