বছর ঘুরে আবার এলো রহমতের মাস মাহে রমজান
বছর ঘুরে আবার এলো
রহমতের মাস মাহে রমজান
দোযখ বন্ধ, খুললে জান্নাত
ও আল্লাহ্ তুমি মেহেরবান।
ইবলিশ শয়তান বন্দি করে
রাখলে পায়ে বেড়ি বেঁধে
শুদ্ধ মানুষ হতে মাবুদ
হাত তুলে যাই কেঁদে কেঁদে।
বন্ধ করলে কবর আযাব
মুরদার মুক্তি মিলবে তাতে
প্রিয়জনদের দোয়ার নেকি
কিছু যাবে মুরদার পাতে।
দিবারাতি নিচ্ছো খবর
তোমার বান্দার জীবন যাপন
রহমতের এই মাসেই আল্লাহ
বান্দা তোমার কতো আপন।
মনের যতো গুনাহ জমা
দিয়ে দিবে তুমি কবর
সংযমী তাই হয়ে মোরা
ধৈর্য্য ধরে করি সবর।
তুমি মাবুদ দিবে মোদের
নিজ হাতে রোজার প্রতিদান
তাইতো আমরা মেনে চলি
তোমার দেয়া সকল বিধান।
রহমতের-ই মাসে দিলে
মোদের তরে শ্বাশত কল্যাণ
চুমু খাবো বুকে চেপে
পবিত্র গ্রন্থ আল-কোর'আন।
পাপের পথে চলতে চলতে
জীবন মোদের নাস্তানাবুদ
হেদায়েতের ছায়া দিয়ো
মোদের তরে আল্লাহ মাবুদ।
আত্মশুদ্ধি লাভে মোরা
হইনা যেনো ধৈর্য্যচ্যুত
তুমিই মোদের জীবনদাতা
তোমার নামেই রাখলাম ব্রত।
রহমতের মাস মাহে রমজান
দোযখ বন্ধ, খুললে জান্নাত
ও আল্লাহ্ তুমি মেহেরবান।
ইবলিশ শয়তান বন্দি করে
রাখলে পায়ে বেড়ি বেঁধে
শুদ্ধ মানুষ হতে মাবুদ
হাত তুলে যাই কেঁদে কেঁদে।
বন্ধ করলে কবর আযাব
মুরদার মুক্তি মিলবে তাতে
প্রিয়জনদের দোয়ার নেকি
কিছু যাবে মুরদার পাতে।
দিবারাতি নিচ্ছো খবর
তোমার বান্দার জীবন যাপন
রহমতের এই মাসেই আল্লাহ
বান্দা তোমার কতো আপন।
মনের যতো গুনাহ জমা
দিয়ে দিবে তুমি কবর
সংযমী তাই হয়ে মোরা
ধৈর্য্য ধরে করি সবর।
তুমি মাবুদ দিবে মোদের
নিজ হাতে রোজার প্রতিদান
তাইতো আমরা মেনে চলি
তোমার দেয়া সকল বিধান।
রহমতের-ই মাসে দিলে
মোদের তরে শ্বাশত কল্যাণ
চুমু খাবো বুকে চেপে
পবিত্র গ্রন্থ আল-কোর'আন।
পাপের পথে চলতে চলতে
জীবন মোদের নাস্তানাবুদ
হেদায়েতের ছায়া দিয়ো
মোদের তরে আল্লাহ মাবুদ।
আত্মশুদ্ধি লাভে মোরা
হইনা যেনো ধৈর্য্যচ্যুত
তুমিই মোদের জীবনদাতা
তোমার নামেই রাখলাম ব্রত।
0 comments: