লেখা যোগ করা ও লেয়ার ইফেক্ট
ফটোশপে আপনার আঁকা ছবিতে প্রায়ই লেখা যোগ করতে হয়। আজ আমরা ছবিতে লেখা বা টেক্সট যোগ করা শিখবো। আর সঙ্গে আছে লেয়ারের উপর প্রয়োগ করা যায় এমন স্টাইল/ইফেক্ট অর্থাৎ লেয়ার স্টাইল নিয়ে আলোচনা।
---- লেখা যোগ করা ----
একটা ছোট টিউটোরিয়াল হয়ে যাক
--
১. একটি নতুন ক্যানভাস নিন। File - New তে গিয়ে যেকোনো সাইজের একটি ক্যানভাস নিন। (আমি Preset size থেকে 640 x 480 px সিলেক্ট করে নিয়েছি।)

২. টুলবক্স থেকে "Horizontal Type Tool" (T লেখা একটা আইকন) -এ ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে T চাপুন।

৩. ক্যানভাসের একটু বামদিকে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন ওয়ার্ডে যেমন কার্সর লাফায় সেরকম একটা কার্সর ক্যানভাসে লাফাচ্ছে।

৪. এবার উপরের অপশনস বার থেকে ফন্টের নাম ও সাইজ সিলেক্ট করে দিন। (আমি দিয়েছি Arial Black এবং 36 pt )। আর চাইলে লেখার রঙও সিলেক্ট করে দিতে পারেন। রঙের একটা বক্স আছে অপশনস বারের ডানদিকে (নিচের ছবিতে সবুজ রঙের)। ওটাতে ক্লিক করে কালার পিকার দিয়ে রঙ সিলেক্ট করতে পারবেন। আপনি যে রঙ সিলেক্ট করবেন বক্সটা সেই রঙের হয়ে যাবে। [যেমন আমি সবুজ রঙ (#ACD373) সিলেক্ট করাতে বক্সটা সবুজ হয়ে আছে।]

৫. যা লিখতে চান লিখুন। যেমন: I am a good boy.

৬. তারপর উপরের অপশনস বারে একটা টিক চিহ্নওয়ালা ( √ ) বাটন আছে, সেটাতে ক্লিক করুন। (আপনি যদি পাশের কাটা চিহ্নে ক্লিক করেন তাহলে এডিট বাতিল হয়ে যাবে।)

এখন দেখুন লেয়ারস প্যালেটে একটা নতুন লেয়ার এসেছে। আপনি টেক্সট হিসেবে যা লিখেছেন সেটিই এই লেয়ারের নাম হয়ে গিয়েছে। (যেমন: নিচের ছবিতে টেক্সট লেয়ারের নাম হয়েছে "I am a good boy.")

মনে আছে তো, লেয়ারটির বামপাশের চোখে ক্লিক করে লেয়ারটিকে লুকিয়ে রাখা যায়। আবার ক্লিক করে ফিরিয়ে আনা যায়। আর লেয়ার কেন ব্যবহার করা ভাল? আমরা ছবির বিভিন্ন অংশকে ভিন্ন ভিন্ন লেয়ারে রেখে দিলে প্রতিটি লেয়ারকে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে সুবিধা হয়। আপনি যদি এটাকে আলাদা লেয়ার হিসেবে রাখেন (অর্থাৎ অন্য লেয়ারের সাথে মিলিয়ে না ফেলেন) তাহলে আপনি এটার লেখা, রঙ, সাইজ-টাইজ সবকিছুই পরিবর্তন করতে পারবেন।
টেক্সটটাকে আলাদা লেয়ারে রাখার আরেকটা সুবিধা হল এখন এটাকে ক্যানভাসে ইচ্ছেমত জায়গায় সরাতে পারবেন। লেয়ার সরানোর জন্য Move Tool ব্যবহার করা হয়। টুলবক্স থেকে মুভ টুল (উপরের সারিতে তীরের মত) সিলেক্ট করুন, তারপর ক্যানভাসে মাউস ক্লিক করে ড্র্যাগ করুন।
এখন একটু Brush tool সিলেক্ট করে আঁকার চেষ্টা করুন তো। কি পারছেন না?!! একটা ম্যাসেজ দিচ্ছে - rasterize করবে কিনা, তাই না? পারবেন কিভাবে? কারণ এটা টেক্সট লেয়ার। এটা বিশেষ একটা লেয়ার, কারণ এটার মধ্যে থাকা টেক্সট পরিবর্তন করা যায়। এই অবস্থায় আপনি এটার উপর ব্রাশ দিয়ে আঁকতে পারবেন না। যদি আপনি ঐ ম্যাসেজ বক্সে OK বাটনে ক্লিক করেন তাহলে লেয়ারটি স্বাভাবিক ছবিতে পরিণত হবে, তখন আর ফটোশপ সেটাকে টেক্সট হিসেবে চিনবে না। সে অবস্থায় যত খুশি ঐ লেয়ারটার উপর আঁকাআঁকি করতে পারবেন। আপাতত cancel ই দিন।
---- লেয়ার ইফেক্ট/লেয়ার স্টাইল ----
আচ্ছা, এখন টেক্সট লেয়ারের নামের ডানদিকে ডাবল ক্লিক করুন (নামে নয় কিন্তু)। এতে "Layer style" শিরোনামের একটি উইন্ডো পাবেন।

বামদিকে অনেকগুলো ইফেক্টের নাম দেয়া আছে। নামের পাশে চেকবক্স আছে। নামের উপর ক্লিক করে ইফেক্টগুলো সক্রিয় করা যায় এবং চেক তুলে দিয়ে নিষ্ক্রিয় করা যায়। কোনো ইফেক্টের নামের উপর ক্লিক করলে সেই ইফেক্টের বিভিন্ন অপশন উইন্ডোটির ডানদিকে দেখতে পাওয়া যায়। সেই অপশনগুলোর মাধ্যমে আমরা ইফেক্টগুলোকে মনের মত করে নিতে পারি।
এখন, আরেকটা মিনি টিউটোরিয়াল হয়ে যাক--
১. লেয়ার স্টাইল উইন্ডোর Drop Shadow নামের উপর (চেকবক্সে নয়) ক্লিক করুন। এখন দেখবেন ক্যানভাসে আপনার লেখার নিচে দিয়ে ছায়া এসে গেছে।

২. এখন Stroke লেখায় ক্লিক করুন। এতে স্ট্রোক ইফেক্টটিও এনাবল হবে। অর্থাৎ লেখার চারপাশে লাল বর্ডার দেখা যাবে।

এখন চাইলে আপনি OK ক্লিক করে বেরিয়ে আসতে পারেন। কিন্তু আরো একটু মজা করে নিই কি বলেন? ডানপাশে দেখুন Size নামে একটি স্লাইডার আছে। এটাতে প্রয়োজনীয ভ্যালু লিখে আমরা লেখার চারপাশের বর্ডার কতটুকু পুরু হবে তা নির্ধারণ করে দিতে পারবো। লেখা ছাড়াও পাশের টেক্সটবক্সে ক্লিক করে কিবোর্ডের আপ ডাউন এ্যারো কি-ও চাপা যায়, মাউসের স্ক্রল হুইল থাকলে সেটা দিয়েও ভ্যালু নির্ধারণ করা যায়। করুন ইচ্ছেমত!
আবার চাইলে Color বক্সে ক্লিক করে পছন্দের রঙও নির্ধারণ করতে পারবেন।

আপনার খেলা শেষ হলে OK বাটন ক্লিক করে বের হয়ে আসুন।
এখন দেখুন লেয়ারস প্যালেটে টেক্সট লেয়ারের নিচে ইফেক্টগুলোর নাম এসেছে (নিচের চিত্রে লাল বর্ডারের ভিতরে)। এই ইফেক্টগুলোর বামপাশের চোখে ক্লিক করে আপনি বিভিন্ন ইফেক্ট হাইড-শো করতে পারবেন। তবে সবসময় এগুলো কাজে লাগে না। এত এত ইফেক্টের নাম লেয়ার প্যালেটের জায়গা দখল করে রাখবে। তাই আপনি এগুলো চাইলে লুকিয়ে রাখতে পারেন (সবুজ রঙয়ের তীর দিয়ে দেখানো) এ্যারোটাতে ক্লিক করে।

এখন টাইপ টুল আবার সিলেক্ট করে লেখার উপর ক্লিক করুন। এখন চাইলে আপনি লেখাটা পরিবর্তন করতে পারবেন। লেখাটা পরিবর্তন করে টিক বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার এডিট করা টেক্সটে আপনার দেয়া ইফেক্টগুলো ঠিকই আছে। নতুন করে আবার ইফেক্ট তৈরি করতে হচ্ছে না। মজার, তাই না?!
এখন এটাকে File - Save দিয়ে .psd ফাইল ফরম্যাটে সেভ করুন। এতে করে সেভ করা ফাইলটিতে লেয়ার ইফেক্টগুলোসহ সেভ হয়ে থাকবে। সেই .psd থেকে প্রয়োজনমত .jpg বা অন্য কোনো ফরম্যাটে সেভ করে নিতে পারবেন।
---- লেখা যোগ করা ----
একটা ছোট টিউটোরিয়াল হয়ে যাক
--
১. একটি নতুন ক্যানভাস নিন। File - New তে গিয়ে যেকোনো সাইজের একটি ক্যানভাস নিন। (আমি Preset size থেকে 640 x 480 px সিলেক্ট করে নিয়েছি।)
২. টুলবক্স থেকে "Horizontal Type Tool" (T লেখা একটা আইকন) -এ ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে T চাপুন।
৩. ক্যানভাসের একটু বামদিকে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন ওয়ার্ডে যেমন কার্সর লাফায় সেরকম একটা কার্সর ক্যানভাসে লাফাচ্ছে।
৪. এবার উপরের অপশনস বার থেকে ফন্টের নাম ও সাইজ সিলেক্ট করে দিন। (আমি দিয়েছি Arial Black এবং 36 pt )। আর চাইলে লেখার রঙও সিলেক্ট করে দিতে পারেন। রঙের একটা বক্স আছে অপশনস বারের ডানদিকে (নিচের ছবিতে সবুজ রঙের)। ওটাতে ক্লিক করে কালার পিকার দিয়ে রঙ সিলেক্ট করতে পারবেন। আপনি যে রঙ সিলেক্ট করবেন বক্সটা সেই রঙের হয়ে যাবে। [যেমন আমি সবুজ রঙ (#ACD373) সিলেক্ট করাতে বক্সটা সবুজ হয়ে আছে।]
৫. যা লিখতে চান লিখুন। যেমন: I am a good boy.
৬. তারপর উপরের অপশনস বারে একটা টিক চিহ্নওয়ালা ( √ ) বাটন আছে, সেটাতে ক্লিক করুন। (আপনি যদি পাশের কাটা চিহ্নে ক্লিক করেন তাহলে এডিট বাতিল হয়ে যাবে।)
এখন দেখুন লেয়ারস প্যালেটে একটা নতুন লেয়ার এসেছে। আপনি টেক্সট হিসেবে যা লিখেছেন সেটিই এই লেয়ারের নাম হয়ে গিয়েছে। (যেমন: নিচের ছবিতে টেক্সট লেয়ারের নাম হয়েছে "I am a good boy.")
মনে আছে তো, লেয়ারটির বামপাশের চোখে ক্লিক করে লেয়ারটিকে লুকিয়ে রাখা যায়। আবার ক্লিক করে ফিরিয়ে আনা যায়। আর লেয়ার কেন ব্যবহার করা ভাল? আমরা ছবির বিভিন্ন অংশকে ভিন্ন ভিন্ন লেয়ারে রেখে দিলে প্রতিটি লেয়ারকে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে সুবিধা হয়। আপনি যদি এটাকে আলাদা লেয়ার হিসেবে রাখেন (অর্থাৎ অন্য লেয়ারের সাথে মিলিয়ে না ফেলেন) তাহলে আপনি এটার লেখা, রঙ, সাইজ-টাইজ সবকিছুই পরিবর্তন করতে পারবেন।
টেক্সটটাকে আলাদা লেয়ারে রাখার আরেকটা সুবিধা হল এখন এটাকে ক্যানভাসে ইচ্ছেমত জায়গায় সরাতে পারবেন। লেয়ার সরানোর জন্য Move Tool ব্যবহার করা হয়। টুলবক্স থেকে মুভ টুল (উপরের সারিতে তীরের মত) সিলেক্ট করুন, তারপর ক্যানভাসে মাউস ক্লিক করে ড্র্যাগ করুন।
এখন একটু Brush tool সিলেক্ট করে আঁকার চেষ্টা করুন তো। কি পারছেন না?!! একটা ম্যাসেজ দিচ্ছে - rasterize করবে কিনা, তাই না? পারবেন কিভাবে? কারণ এটা টেক্সট লেয়ার। এটা বিশেষ একটা লেয়ার, কারণ এটার মধ্যে থাকা টেক্সট পরিবর্তন করা যায়। এই অবস্থায় আপনি এটার উপর ব্রাশ দিয়ে আঁকতে পারবেন না। যদি আপনি ঐ ম্যাসেজ বক্সে OK বাটনে ক্লিক করেন তাহলে লেয়ারটি স্বাভাবিক ছবিতে পরিণত হবে, তখন আর ফটোশপ সেটাকে টেক্সট হিসেবে চিনবে না। সে অবস্থায় যত খুশি ঐ লেয়ারটার উপর আঁকাআঁকি করতে পারবেন। আপাতত cancel ই দিন।
---- লেয়ার ইফেক্ট/লেয়ার স্টাইল ----
আচ্ছা, এখন টেক্সট লেয়ারের নামের ডানদিকে ডাবল ক্লিক করুন (নামে নয় কিন্তু)। এতে "Layer style" শিরোনামের একটি উইন্ডো পাবেন।
বামদিকে অনেকগুলো ইফেক্টের নাম দেয়া আছে। নামের পাশে চেকবক্স আছে। নামের উপর ক্লিক করে ইফেক্টগুলো সক্রিয় করা যায় এবং চেক তুলে দিয়ে নিষ্ক্রিয় করা যায়। কোনো ইফেক্টের নামের উপর ক্লিক করলে সেই ইফেক্টের বিভিন্ন অপশন উইন্ডোটির ডানদিকে দেখতে পাওয়া যায়। সেই অপশনগুলোর মাধ্যমে আমরা ইফেক্টগুলোকে মনের মত করে নিতে পারি।
এখন, আরেকটা মিনি টিউটোরিয়াল হয়ে যাক--
১. লেয়ার স্টাইল উইন্ডোর Drop Shadow নামের উপর (চেকবক্সে নয়) ক্লিক করুন। এখন দেখবেন ক্যানভাসে আপনার লেখার নিচে দিয়ে ছায়া এসে গেছে।
২. এখন Stroke লেখায় ক্লিক করুন। এতে স্ট্রোক ইফেক্টটিও এনাবল হবে। অর্থাৎ লেখার চারপাশে লাল বর্ডার দেখা যাবে।
এখন চাইলে আপনি OK ক্লিক করে বেরিয়ে আসতে পারেন। কিন্তু আরো একটু মজা করে নিই কি বলেন? ডানপাশে দেখুন Size নামে একটি স্লাইডার আছে। এটাতে প্রয়োজনীয ভ্যালু লিখে আমরা লেখার চারপাশের বর্ডার কতটুকু পুরু হবে তা নির্ধারণ করে দিতে পারবো। লেখা ছাড়াও পাশের টেক্সটবক্সে ক্লিক করে কিবোর্ডের আপ ডাউন এ্যারো কি-ও চাপা যায়, মাউসের স্ক্রল হুইল থাকলে সেটা দিয়েও ভ্যালু নির্ধারণ করা যায়। করুন ইচ্ছেমত!
আপনার খেলা শেষ হলে OK বাটন ক্লিক করে বের হয়ে আসুন।
এখন দেখুন লেয়ারস প্যালেটে টেক্সট লেয়ারের নিচে ইফেক্টগুলোর নাম এসেছে (নিচের চিত্রে লাল বর্ডারের ভিতরে)। এই ইফেক্টগুলোর বামপাশের চোখে ক্লিক করে আপনি বিভিন্ন ইফেক্ট হাইড-শো করতে পারবেন। তবে সবসময় এগুলো কাজে লাগে না। এত এত ইফেক্টের নাম লেয়ার প্যালেটের জায়গা দখল করে রাখবে। তাই আপনি এগুলো চাইলে লুকিয়ে রাখতে পারেন (সবুজ রঙয়ের তীর দিয়ে দেখানো) এ্যারোটাতে ক্লিক করে।
এখন টাইপ টুল আবার সিলেক্ট করে লেখার উপর ক্লিক করুন। এখন চাইলে আপনি লেখাটা পরিবর্তন করতে পারবেন। লেখাটা পরিবর্তন করে টিক বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার এডিট করা টেক্সটে আপনার দেয়া ইফেক্টগুলো ঠিকই আছে। নতুন করে আবার ইফেক্ট তৈরি করতে হচ্ছে না। মজার, তাই না?!
এখন এটাকে File - Save দিয়ে .psd ফাইল ফরম্যাটে সেভ করুন। এতে করে সেভ করা ফাইলটিতে লেয়ার ইফেক্টগুলোসহ সেভ হয়ে থাকবে। সেই .psd থেকে প্রয়োজনমত .jpg বা অন্য কোনো ফরম্যাটে সেভ করে নিতে পারবেন।
0 comments: