(Width and Height) এবং ইমেজকে কমপ্রেস করা
আমি আজ একটা ছোট্ট কাজ দিলাম ফটোশপের অনেকেই হয়তো কাজটা পারেন তারপরও আমি আবার দিলাম অন্তত যারা পারেন না তাদের জন্য । কাজে লাগলে ভালো।
সাধারণতে আমরা ফটোশটে কোন কাজ করলে তা যদি ইমেজ আকারে সেভ করি দেখা যায়
তা অনেক জায়গা দখল করে বসে আছে। জায়গা বলতে এখানে Image Size এবং Disk Space বোঝানো হচ্ছে। আজ আমরা দেখব সেই সাইজটা কিভাবে কমানো যায়।
প্রথমেই যে ছবিটার সাইজ কমাতে চান মানে (Width and Height) সেটা ফটোশপে Open করুন । তারপর Image - Image size এ ক্লিক করুন

তারপর Width and Height এ আপনি আপনার কাঙ্খিত সাইজ করুন আমি এখানে ( 110/110) করেছি । আপনি আপনার দরকার মতো করুন নিচে চিত্রের মধ্যে দেখালাম।

তারপর save করুন ।
Paint এ ছবির সাইজ কম করা (কিলোবাইট kb ) এর কথা বলছি
এখন আসি ছবিটার সাইজ ( কিলোবাইট/kb )কম কিভাবে করা যায় সেটা নিয়ে । অনেক সময় ছবি যাতে তাড়াতাড়ি লোড হয় এই জন্য বা কোন না কোন কারণে কিলোবাইট (kb)কম করে সেভ করতে হয় আর এটা করাও সহজ ।
এখন যে ছবিটার সাইজ ( কিলোবাইট /kb) কমাতে চান সেটা Paint এ Open বা ছবিটার উপরে Right ক্লিক করে Edit Option e ক্লিক করুন । তারপর
Edit - select all

তারপর কপি Copy করুন ।

আরেকটা নতুন Paint এর Page খুলুন সেখানে Paste করুন

তারপর Save করে দিন । এখন দেখুন আগের চাইতে জায়গা কম নিচ্ছে (kb) ।
সাধারণতে আমরা ফটোশটে কোন কাজ করলে তা যদি ইমেজ আকারে সেভ করি দেখা যায়
তা অনেক জায়গা দখল করে বসে আছে। জায়গা বলতে এখানে Image Size এবং Disk Space বোঝানো হচ্ছে। আজ আমরা দেখব সেই সাইজটা কিভাবে কমানো যায়।
প্রথমেই যে ছবিটার সাইজ কমাতে চান মানে (Width and Height) সেটা ফটোশপে Open করুন । তারপর Image - Image size এ ক্লিক করুন
তারপর Width and Height এ আপনি আপনার কাঙ্খিত সাইজ করুন আমি এখানে ( 110/110) করেছি । আপনি আপনার দরকার মতো করুন নিচে চিত্রের মধ্যে দেখালাম।
তারপর save করুন ।
Paint এ ছবির সাইজ কম করা (কিলোবাইট kb ) এর কথা বলছি
এখন আসি ছবিটার সাইজ ( কিলোবাইট/kb )কম কিভাবে করা যায় সেটা নিয়ে । অনেক সময় ছবি যাতে তাড়াতাড়ি লোড হয় এই জন্য বা কোন না কোন কারণে কিলোবাইট (kb)কম করে সেভ করতে হয় আর এটা করাও সহজ ।
এখন যে ছবিটার সাইজ ( কিলোবাইট /kb) কমাতে চান সেটা Paint এ Open বা ছবিটার উপরে Right ক্লিক করে Edit Option e ক্লিক করুন । তারপর
Edit - select all
তারপর কপি Copy করুন ।
আরেকটা নতুন Paint এর Page খুলুন সেখানে Paste করুন
তারপর Save করে দিন । এখন দেখুন আগের চাইতে জায়গা কম নিচ্ছে (kb) ।
0 comments: