আজকে আমরা শিখবো কিভাবে ফাইল খুলতে হয়। আপনার কম্পিউটারে নিশ্চয়ই শালীন (এবং হয়তো অশালীন) বিভিন্ন ছবি আছে। ফটোশপ দিয়ে যে ছবিতে কোনো পরিবর্...

ফাইল খোলা এবং নাড়া ছাড়া করা

8:00:00 PM Mainuddin 0 Comments

আজকে আমরা শিখবো কিভাবে ফাইল খুলতে হয়। আপনার কম্পিউটারে নিশ্চয়ই শালীন (এবং হয়তো অশালীন) বিভিন্ন ছবি আছে। ফটোশপ দিয়ে যে ছবিতে কোনো পরিবর্তন আনতে চান সে ছবিটি প্রথমে ফটোশপে Open করতে হবে তারপর যা খুশি করতে পারবেন। আপনি ফটোশপের সাহায্যে এসব ফরম্যাটের ফাইল ওপেন করতে পারবেন:

ছবি

---- ফাইল খোলার নিয়ম ----

ছবি

ক. File মেনু থেকে Open... মেনুতে ক্লিক করুন। এতে নিচের মত একটি ডায়লগ আসবে।
ছবি

(টিপ: আপনি চাইলে ফটোশপের মাঝামাঝি খালি গ্রে জায়গায় ডাবল ক্লিকও করতে পারেন। এতে আপনাকে আর মেনু থেকে মেনুতে গিয়ে সময় নষ্ট করতে হবে না।)

খ. ব্রাউজ করুন: উপরের চিত্রে দেখুন ১ ২ ৩ নম্বর দেয়া আছে। সেই অনুযায়ী-
১. ডায়লগের বামদিকের My Computer আইকনে (বা অন্যজায়গায় যেতে চাইলে সেই আইকনে) ক্লিক করুন। (অথবা Look in ড্রপডাউন মেনুতে গিয়েও ব্রাউজ সম্ভব)
২. মাঝের এলাকায় এসে যে ড্রাইভে এবং পরে যে ফোল্ডারে আপনার কাঙ্ক্ষিত ছবিটি আছে সেখানে যান। ছবিটি ক্লিক করুন। এতে সিলেক্টকৃত ছবিটির একটি প্রিভিউ ডায়লগ বক্সের নিচে দেখতে পাবেন।
৩. Open বাটনে ক্লিক করুন।

চাইলে View হিসেবে Thumbnails সিলেক্ট করে নিতে পারেন। তাহলে কোন ছবিটা ওপেন করছেন তা সহজে বুঝতে পারবেন। চিত্রে দেখুন:
ছবি

একটি নতুন ক্যানভাসে ছবিটি ওপেন হবে। ক্যানভাসের টাইটেলবারে ছবিটির নাম দেখতে পাবেন।

---- ছবি নাড়াচাড়া করা ----

ছবিতো খুললেন। এখন ছবিটি যদি টুলবক্সের নিচে চলে যায় তাহলে উইন্ডোর উপরের টাইটেলবারকে ড্র্যাগ করে মাঝামাঝি নিয়ে আসুন। আর যাই হোক আপনার সুবিধার কথা তো ভাবতে হবে, তাই না?!
ছবি

মাঝে মাঝে ছোট ছবি খুললে টুলবক্সের নিচে এমনভাবে ঢুকে যায় যে সেখান থেকে বের করতে গিয়ে সমস্যা হয়ে যায়। তাই দেখুন আমি টুলবক্সটাকে নিচের দিকে নামিয়ে রেখেছি। কারণ বুঝেছেন? না বুঝলে আরো ভাল... :D

ছবিটি যদি বড় হয় তাহলে দেখবেন সেটি একটু ছোট হয়ে ফটোশপে দেখা দিয়েছে। দুশ্চিন্তার কারণ নেই। ঐ যে বললাম আপনার সুবিধার কথা তো ভাবতে হবে, তাই না?! যদি ছবিটি আসল সাইজেই আসতো তাহলে স্ক্রল করতে করতে জান যেত। ছবি ওপেন করার সময় ফটোশপ অটোমেটিক চেক করবে যে ছবির সাইজ বড় কিনা। বড় হলে সেটাকে জুম আউট করে দেখাবে যাতে পুরো ছবিটা একবারে দেখা যায়। আমি যেমন খুলেছি c:\windows\web\wallpaper থেকে Red moon desert.jpg ইমেজটি ওপেন করেছি। এটির সাইজ 800 x 600 (দৈর্ঘ্য x প্রস্থ) । এটি টুলব্ক্স এবং প্যালেটগুলোর জন্য পুরোপুরি দেখা যেত না। তাই ফটোশপ ছবিটাকে ছোট করে দেখাচ্ছে। দেখুন:
ছবি

Zoom হিসেবে 100% থাকা মানে আসল সাইজ। 66.67% মানে বুঝতেই পারছেন ছোট করে দেখাচ্ছে। জুম আউট করে দেখানো মানে কিন্তু আসল ছবিটা ছোট হয়ে গেছে তা নয়। ম্যাগনিফাইং গ্লাস (আতসী কাঁচ) দিয়ে যেমন কোনো লেখাকে বড় বা ছোট করে দেখা যায় এটাও সেরকম। আসল ছবিটা আসল সাইজেই আছে।

ছবি

আপনি নিজেও চাইলে ছবিটাকে ছোট-বড় করে দেখতে পারেন --- Navigator প্যালেটের মাধ্যমে। Navigator প্যালেটটি না থেকে থাকলে Window মেনুর Navigator মেনুতে ক্লিক করুন।

ছবি

নেভিগেটর প্যালেটে দেখুন বড় পিরামিডের ছবি ওয়ালা একটি বাটন আছে (চিত্রে ১. নং)। ছোট আরেকটি পিরামিডও আছে (চিত্রে ২. নং) । বড় পিরামিডে ক্লিক করলে ছবি বড় হবে আর ছোট পিরামিডে ক্লিক করলে ছবি ছোট হবে। তাছাড়া ঐ প্যানেলের দুটি বাটনের মাঝামাঝি যে স্লাইডার আছে সেটাকে ড্র্যাগ করেও ছবিটি বড়-ছোট করতে পারবেন।

আবার কিবোর্ডের Ctrl এবং + কি একসাথে চাপলে ছবি বড় হবে। আর Ctrl + - চাপলে ছবি ছোট হবে।

এখন আপনার ছবিটি বড় করুন অর্থাৎ জুম ইন করুন।
ছবি

এখন দেখবেন নেভিগেটর প্যালেটের লাল বক্সটি ছোট হয়ে এসেছে। কারণ আপনি ছবি জুম করার কারণে ক্যানভাসে পুরো ছবিটা আঁটছে না। যতটুকু একবারে আঁটছে ততটুকু নেভিগেটর প্যানেলে লাল বক্সটি দিয়ে বোঝানো হয়েছে। এই বক্সটি ড্র্যাগ করে ছবির বিভিন্ন অংশ দেখতে পারবেন -- যে অংশগুলো ক্যানভাসে আঁটছে না।

ক্যানভাসের ডানদিকে এবং নিচে স্ক্রলবারও আসার কথা। সেগুলো ব্যবহার করেও ছবির বাকি অংশ দেখতে পারবেন।

এখন স্পেসবার চেপে ক্যানভাসের উপর মাউস নিন। দেখবেন কার্সর একটি হাত হয়ে গেছে। এই অবস্থায় আপনি মাউস ড্র্যাগ করলেও ছবির বিভিন্ন অংশ দেখতে পারবেন। এটা শর্টকাট পদ্ধতি আরকি!

আবার আপনি যদি টুলবক্সে জুম টুলের উপর ডাবল-ক্লিক করেন তাহলে আসল সাইজ (100%) দেখতে পাবেন।
ছবি

এখন আর কি করবেন, ইচ্ছেমত শালীন (এবং হয়তো অশালীন) ছবি খুলুন, জুম ইন-জুম আউট করুন, ছবি উপরে নিচে ডানে বামে নাড়ুন চাড়ুন। Have fun! :)

0 comments: