ছবি ক্রপ (কাটাকাটি) করা
ফটোশপের টুলগুলো আশাকরি কমবেশী সবার জানা আছে। আজ যে টুলটা নিয়ে আলোচনা করব, সেটা হল Crop tool। এটি ফটোশপে অধিক ব্যবহৃত একটা টুল। এটা আপনাকে ছবির নির্দিষ্ট অংশ select করে, বাকী অংশটুকু বাদ দিতে সাহায্য করবে। প্রথমেই দেখে নিন টুলটা কি রকম

মনে রাখবেন, এই টুল দিয়ে ক্রপ করলে ছবির ডাইমেনশন (দৈর্ঘ্য-প্রস্থ) ও পরিবর্তন হবে। আসুন দেখি তাহলে এটা কিভাবে ব্যবহার করা যায়..

# প্রথমে একটা ছবি ফটোশপে খুলুন।
# এবার toolbox থেকে crop tool নির্বাচন করুন। অথবা কিবোর্ডে চাপুন (C).
# এবার আপনি ছবির উপর মাইস দিয়ে drag আপনার কাঙ্খিত অংশটুকু সিলেক্ট করুন, যতটুকু আপনি আপনার ছবিতে রাখতে চান (normal selection এর মতই)।
# এবার মাউস ক্লিক ছেড়ে দিন, তাহলে আপনার নির্বাচিত অংশটুকু highlight করে দেখাবে বাকীটুকু কালচে দেখা যাবে।
# এখানে আপনি আপনার নির্বাচিত অংশটুকু transform করতে পারবেন যতটুকু আপনার দরকার। প্রয়োজনে selection handlesগুরো ব্যবহার করুন।
# এবার কিবোর্ডে Enter key চাপুন। ব্যাস কাজ শেষ
এবার আপনার ছবিটা দেখবেন এরকম :
মনে রাখবেন, এই টুল দিয়ে ক্রপ করলে ছবির ডাইমেনশন (দৈর্ঘ্য-প্রস্থ) ও পরিবর্তন হবে। আসুন দেখি তাহলে এটা কিভাবে ব্যবহার করা যায়..
# প্রথমে একটা ছবি ফটোশপে খুলুন।
# এবার toolbox থেকে crop tool নির্বাচন করুন। অথবা কিবোর্ডে চাপুন (C).
# এবার আপনি ছবির উপর মাইস দিয়ে drag আপনার কাঙ্খিত অংশটুকু সিলেক্ট করুন, যতটুকু আপনি আপনার ছবিতে রাখতে চান (normal selection এর মতই)।
# এবার মাউস ক্লিক ছেড়ে দিন, তাহলে আপনার নির্বাচিত অংশটুকু highlight করে দেখাবে বাকীটুকু কালচে দেখা যাবে।
# এখানে আপনি আপনার নির্বাচিত অংশটুকু transform করতে পারবেন যতটুকু আপনার দরকার। প্রয়োজনে selection handlesগুরো ব্যবহার করুন।
# এবার কিবোর্ডে Enter key চাপুন। ব্যাস কাজ শেষ
এবার আপনার ছবিটা দেখবেন এরকম :
0 comments: