অনেক সময় এমন হয় আপনি কম্পিউটারে কাজ করছেন দেখা গেল হঠাৎ করে কম্পিউটারের প্রোগ্রাম’টি থেমে গেছে কাজ করছে না। যাকে বলা হয় হ্যাং হয়ে যা...

আপনার উইন্ডোস কম্পিউটার বার বার “হ্যাং” হওয়ার সমস্যা থেকে মুক্তি চান? (ছোট্ট একটি টিপস এর মাধ্যমে খুব সহজেই মুক্তি পেথে পারেন!! )

6:12:00 PM Mainuddin 5 Comments

অনেক সময় এমন হয় আপনি কম্পিউটারে কাজ করছেন দেখা গেল হঠাৎ করে কম্পিউটারের প্রোগ্রাম’টি থেমে গেছে কাজ করছে না। যাকে বলা হয় হ্যাং হয়ে যাওয়া। ম্যাসেজ দেখায় Not Responding তারপর আর কোন উপায় থাকে না বাধ্যতামূলক হ্যাং হওয়া প্রোগামটি বন্ধ করতেই হবে

এটা সবার কাছেই চরম বিরক্তিকর। আজই মুক্তি নিন এই বিরক্তকর জামেলা থেকে!!


এর জন্য প্রথমে আপনাকে Start > থেকে> Run
থেকে regedit লিখে Enter চাপুন।


এর পর আপনি HKEY_CURRENT_USER > Control Panel > Desktop এ যান


এবার ডানপার্শ্বের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখুন। OK দিয়ে বের হয়ে আসেন।

ব্যাস হয়ে গেল… এখন আসাকরি আর হ্যাং হবে না আপনার কম্পিউটার....

আশা করি টিপস’টি অনেকের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সেই শুভ কামনা রইল...

5 comments:

  1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে কাজের জিনিশ

    ReplyDelete
  2. আমার কাজে আসবে ধন্যবাদ আপনাকে..
    ভাল থাকবেন

    ReplyDelete
  3. onek thanks apnake.

    ReplyDelete
  4. হাবিব উল্লাহMay 14, 2011 at 9:06 PM

    windows 7 এ auto end task খুজে পেলাম না। কি করব?

    ReplyDelete